Info Nation বাংলাদেশ আন্তর্জাতিক খেলা ব্যবসা বাণিজ্য স্বাস্থ্য প্রযুক্তি নির্বাচন আরও

জনগণকে হত্যার জবাব দেওয়ার অধিকার ইসরায়েলের আছে : বাইডেন

     অক্টো 26, 2023

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের বেসামরিক ফিলিস্তিনিদের ভেতরে লুকিয়ে আছে হামাস। এমন দাবিই করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র এই গোষ্ঠীটির যোদ্ধাদের ঘৃণ্য এবং কাপুরুষ বলেও আখ্যায়িত করেছেন তিনি।

Similar topics for you...
This topic continues below.

দুপুরের পর ফিরছেন সাজেকে আটকা ৭০০ পর্যটক!
মাথাচাড়া দিচ্ছে ডেঙ্গু! রোগ নির্ণয়ে দেরি, বাড়ছে জটিলতা!!
রাজধানী ঢাকায় ১০ ভারতীয় গ্রেফতার

এছাড়া জনগণকে হত্যার জবাব দেওয়ার অধিকার ইসরায়েলের রয়েছে বলেও মন্তব্য করেছেন বাইডেন। ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন প্রেসিডেন্ট জো বাইডেন। এসময় তিনি ইসরায়েলে হামাসের হামলার নিন্দা করেন এবং মিত্র ইসরায়েলের পাশে থাকার বিষয়টি পুনরায় নিশ্চিত করেন।

যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ইসরায়েলের অধিকার এবং দায়িত্ব রয়েছে তার জনগণকে হত্যার জবাব দেওয়ার। তিনি বলেন, ‘এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য ইসরায়েলের যা প্রয়োজন তা করার অধিকার আছে...আমাদের এটাও মনে রাখতে হবে, হামাস গাজা উপত্যকায় বা অন্য কোথাও ফিলিস্তিনি জনগণের সংখ্যাগরিষ্ঠ অংশের প্রতিনিধিত্ব করে না। হামাস ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ভেতরে লুকিয়ে আছে এবং তারা ঘৃণ্য এবং কাপুরুষও।’

তিনি গাজার নিরীহ মানুষদের খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ করার জন্য যুক্তরাষ্ট্রকে সহায়তা করায় ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের ধন্যবাদও জানান।

বাইডেন বলেন, ‘আমি ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের ধন্যবাদ জানাতে চাই...গাজার নিরীহ মানুষের কাছে খাদ্য, পানি এবং চিকিৎসা সরবরাহ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সাথে কাজ করার জন্য।’

মার্কিন ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট আরও বলেন, গাজা উপত্যকায় হামাসের হাতে বন্দি থাকা বেসামরিক নাগরিকদের মুক্তির জন্য যুক্তরাষ্ট্র সার্বক্ষণিক কাজ করছে।

তিনি বলেন, ‘আমরা এই অঞ্চলে আমাদের অংশীদারদের সাথে নিয়ে একত্রে বন্দিদের মুক্তির জন্য সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি, যার মধ্যে রয়েছে হামাসের হাতে থাকা আমেরিকান নাগরিকদের মুক্তি এবং গাজা থেকে বিদেশি নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ।’


এদিকে ইসরায়েলে হামাসের হামলার নিন্দা জানিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ বলেছেন, ‘আমরা প্রতিটি নিরপরাধ মানুষের প্রাণহানির জন্য শোকাহত, তা সে ইসরায়েলি হোক বা ফিলিস্তিনি।’

আলবেনিজ উল্লেখ করেন, সংঘাত ও সংকটের সময়ে আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধা রাখা সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে থাকতে হবে। গাজার বেসামরিক নাগরিকদের জন্য অতিরিক্ত ১৫ মিলিয়ন মার্কিন ডলার মানবিক সহায়তার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘এটি আমাদের অভিন্ন মানবতাবোধের স্বীকৃতি।’


সোর্স : ঢাকা পোস্ট 

Share on

Subscribe Now

Keep updated with the latest news!