ইনফো ন্যাশন বাংলাদেশ আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য স্বাস্থ্য প্রযুক্তি বিনোদন নির্বাচন খেলা আরও

নির্বাচন: জাতীয় পার্টির ২৪ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

     ডিসে 21, 2023

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষে ২৪ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)। আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানী ঢাকার বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এই ২৪ দফা ইশতেহার ঘোষণা করেন জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু।

Similar topics for you...
This topic continues below.

অনানুষ্ঠানিকভাবে নির্বাচিত হলেন যেসব প্রার্থী, ৫৫ আসনে আওয়ামী লীগ নির্বাচিত
যেখানে অনিয়ম সেখানেই অ্যাকশন, অনিয়ম হলে বাতিল হতে পারে প্রার্থিতা: ইসি রাশেদা
নির্বাচন পেছানোর এখতিয়ার কমিশনের নেই, বিদেশিদের নির্বাচন নিয়ে কথা বলার অধিকার আছে: সিইসি

জাতীয় পার্টির এবারের স্লোগান নির্ধারণ হয়েছে "শান্তির জন্য পরিবর্তন, পরিবর্তনের জন্য জাতীয় পার্টি"।

জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন যে দেশে নব্বই দশকের প্রেক্ষাপটে পরিবর্তনের পর বিগত তেতত্রিশ বছর ধরে বাংলাদেশের মানুষ ক্ষমতাসীন দলগুলোর দুর্নীতি, দলীয়করণ, দেশের জনগণের সম্পদ আত্মসাৎ ছাড়াও অর্থ পাচার দেখে আসছে। এর ফলে গণতন্ত্রকামী দেশের  মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বলে মন্তব্য করেন মুজিবুল হক চুন্নু।

এছাড়া তিনি দেশের আঠারো কোটি মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য দুর্নীতিমুক্ত সমাজ সহ দলীয় প্রভাবমুক্ত প্রশাসন, সুশাসন এবং মানুষ অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চায় বলে জানান। বাস্তবে বিগত শাসকরা তার প্রতিফল দেখাতে ব্যর্থ হয়েছে বলে যোগ করেন জাপার মহাসচিব চুন্নু।

এবারের জাপার নির্বাচনী ইশতেহারে দুর্নীতি বন্ধের বিষয়টিকে বেশি প্রাধান্য দিয়েছেন দলটি।  নির্বাচনী ইশতেহারে আরো প্রাধান্য পেয়েছে দেশের কর্মমুখী শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির প্রতিশ্রুতি। জাপার নির্বাচনী ইশতেহারে দেশে চলমান বাস্তবতায় বিকেন্দ্রীকরণ সব বিচারব্যবস্থা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পদক্ষেপের ঘোষণাও রয়েছে দলটির ২৪ দফা ইশতেহারে।

Share on

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!