Get the best experience by installing our app!

জাতীয় পার্টির প্রার্থী মো. মুজিবুল হক চুন্নুর কিশোরগঞ্জ- ৩ আসনে মনোনয়নপত্র বাতিল চেয়ে আপিল করেছেন আওয়ামী লীগের নৌকা প্রার্থী নাসিরুল ইসলাম খান।

নির্বাচন ভবনে নিজের প্রার্থিতা ফিরে পেতে নাসিরুল ইসলাম খান আপিল করার সময় আজ শুক্রবার (৮ ডিসেম্বর) মো. মুজিবুল হক চুন্নুর প্রার্থিতা বাতিলের আবেদন করেন তিনি।

রূপালী ব্যাংক এর পুরানা পল্টন এর কর্পোরেট শাখা থেকে ৫ কোটি ৭০ লাখ টাকা ঋণের বিপরীতে গ্যারান্টার হিসেবে মো. মজিবুল হক দীর্ঘদিন ধরে ঋণখেলাপি হিসেবে আছেন বলে অভিযোগ করেন নাসিরুল ইসলাম খান। এর প্রেক্ষিতে তিনি কীভাবে এমপি মনোয়নের জন্য আবেদন করতে পারেন বলে প্রশ্ন করেন নাসিরুল ইসলাম খান এবং বলেন যে তার মনোয়ন আইন মোতাবেক বাতিলযোগ্য।

নাসিরুল ইসলাম খান আরও অভিযোগ করেন যে চুন্নু বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট গোপন করে মনোনয়নের জন্য কাগজপত্র দাখিল করেছেন যার জরুরী ভিত্তিতে বিষয়টির তদন্ত হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন নাসিরুল ইসলাম খান।

উল্লেখ্য যে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত যাদের মণোয়ন বৈধ হয়নি সেসকল প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন এবং আগামী ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আপিল নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন (ইসি)। 

Join with us

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!