জোটে সমঝোতা হলে কিছু আসন ছাড়া হবে: ওবায়দুল কাদের
নভে 28, 2023
আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) দ্বিতীয় দিনের মতো ধানমন্ডি কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়নপ্রাপ্তদের চিঠি হস্তান্তর অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, মহাজোটের সঙ্গে সমঝোতা হলে কিছু আসন ছেড়ে দেয়া হবে।
Similar topics for you...This topic continues below.
অনানুষ্ঠানিকভাবে নির্বাচিত হলেন যেসব প্রার্থী, ৫৫ আসনে আওয়ামী লীগ নির্বাচিত
যেখানে অনিয়ম সেখানেই অ্যাকশন, অনিয়ম হলে বাতিল হতে পারে প্রার্থিতা: ইসি রাশেদা
নির্বাচন পেছানোর এখতিয়ার কমিশনের নেই, বিদেশিদের নির্বাচন নিয়ে কথা বলার অধিকার আছে: সিইসি
দলটির সাধারণ সম্পাদক বলেন যে ১৪ দলে কারা কারা মনোনয়নপত্র চায় সেটি পরিষ্কার করতে হবে তাদের। ১৪ দল পরিচয়ে কাউকে মনোনয়নপত্র দেয়া যাবে না বলে জানান তিনি।
ওবায়দুল কাদের আরো বলেন যে যারা বিজয়ী হতে পারেন তাদের মনোনয়ন দেয়া হবে। সময় আছে মন্তব্য করে তিনি বলেন, এখনও মনোনয়নপত্র নেয়ার সময় আছে।
সময় তিনি, কোনো আচরণবিধি যেন কেউ লঙ্ঘন না করেন, সে বিষয়ে প্রার্থীদের সতর্ক বার্তা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলে জানান।
সমঝোতা হলে কিছু আসনে ছাড় দিবে দল- এর ব্যাপারে ওবায়দুল কাদের বলেন,
আগামী মাসের ১৭ তারিখের পর সবকিছু সিদ্ধান্ত হবে। পরিবর্তন সংযোজন হবে আরও।
বিএনপিকে নির্বাচনে আনার কৌশল নেই আওয়ামী লীগের বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। তিনি জানান যে, তবে তাদের দলের কেউ কেউ নির্বাচনে আসবেন। অবাধ নিরপেক্ষ ও স্বাধীন নির্বাচন করাই আওয়ামী লীগের লক্ষ্য বলে যোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।