Get the best experience by installing our app!

যুক্তরাষ্ট্রের আগামী ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কলোরাডো অঙ্গরাজ্যে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। কলোরাডো সুপ্রিম কোর্ট গতকাল মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এক রায়ে এই নির্দেশ দিয়েছে।

এই রায়ের কারণে আগামী বছর ২০২৪ এর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কলোরাডো রাজ্য থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প।

আজ বুধবার (২০ ডিসেম্বর) সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয় যে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে কলোরাডো অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচনে অংশ নিতে পারবেন না ট্রাম্প।

ব্রিটিশ সংবাদমাধ্যম এর প্রতিবেদনে বলা হয়েছে যে ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটল হিলে তাণ্ডব চালিয়েছিল সেখানে ট্রাম্পের ভূমিকার জন্য কলোরাডো অঙ্গরাজ্যে তিনি নির্বাচনে লড়তে পারবেন না। এ সময় ট্রাম্পের সমর্থকরা মার্কিন সংবিধানের ‘বিদ্রোহ’ সংক্রান্ত ধারা অনুযায়ী, যারা বিদ্রোহ করবেন তারা মার্কিন প্রেসিডেন্ট হতে পারবেন না বলে প্রতিবেদনে বলা হয়।

কলোরাডো সুপ্রিম কোর্ট এর এই রায়ের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা দল বলছে যে এই রায়ের মাদ্ধমে চূড়ান্ত অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়েছে কলোরাডোর সুপ্রিম কোর্ট।

কলোরাডো সুপ্রিম কোর্ট রায়ে বলেছে যে তারা হালকাভাবে আলোচনা করে এই সিদ্ধান্তে পৌঁছায়নি। তারা তাদের সামনে উত্থাপিত প্রশ্নগুলোর মাত্রা ও ওজন সম্পর্কে সচেতন এবং তারা একইভাবে আইন প্রয়োগের বিষয়ে তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন বলে জানানো হয়।

জানা গেছে যে ৭ বিচারকের একটি বেঞ্চ সংবিধানের ‘বিদ্রোহ’ সংক্রান্ত ধারাগুলো আমলে নিয়ে গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ৪-৩ ভোটে ট্রাম্পের বিরুদ্ধে এই রায় দেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ডোনাল্ড ট্রাম্পই একমাত্র প্রেসিডেন্ট যাকে কিনা পুনরায় প্রেসিডেন্ট নির্বাচনের জন্য অনুপযোগী বলে ঘোষণা করা হলো। 

তবে কলোরাডো সুপ্রিম কোর্ট এর এই রায়টি শুধুমাত্র কলোরাডো রাজ্যের ৫ মার্চের প্রাইমারি নির্বাচনের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।

Join with us

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!