চিকিৎসাসেবায় দেশে ভোগান্তি কমানোর বিষয়ে ডকটাইম নিয়ে কাজ করছেন প্রযুক্তি খাতের একজন তরুণ উদ্যোক্তা আনোয়ার হোসেন। বর্তমানে শুধু অ্যাপভিত্তিক এই মাধ্যমে গ্রাহকদের প্রযুক্তিনির্ভর অন ডিমান্ড স্মার্ট চিকিৎসা পরিষেবা দিচ্ছে ডকটাইম।

এ বিষয়ে আনোয়ার হোসেন জানান, এই সেবা অনেকটা রাইড শেয়ারিং অ্যাপের মতো যেখানে কম সময়ের মধ্যে কাঙ্ক্ষিত চিকিৎসকের সঙ্গে সরাসরি ভিডিও কলে কথা বলতে পারেন নিবন্ধিত গ্রাহকেরা। এছাড়া ঘরে বসে ডায়াগনস্টিক সেবা তথা ওষুধ অর্ডার করতে পারেন তারা।

আলাপকালে মুন্সিগঞ্জের ছেলে আনোয়ার হোসেন প্রথম আলোকে জানান যে তিনি সাত বছর আগে ছোট দুর্ঘটনায় তাঁর হাত বাঁকা হয়েছিল। তখন তিনি স্থানীয় পর্যায়ে ভালো চিকিৎসক পাননি । পরবর্তীতে তিনি ইউনিয়ন স্বাস্থ্যকর্মীর পরামর্শ অনুসারে প্রাথমিক চিকিৎসা নেন। কিন্তু তার  সেই হাত আর স্বাভাবিক হয়নি। তিনি এখন মনে করেন, বিশেষজ্ঞ চিকিৎসকের সঠিক পরামর্শ পেলে তাঁর হয়তোবা এরকম পরিণতি হতো না। পরে তিনি নিজের দুর্ভাগ্যের কথা ভেবেই ডকটাইমের মতো উদ্যোগ নেন যা এখন গ্রাহকদের প্রযুক্তিনির্ভর অন ডিমান্ড স্মার্ট চিকিৎসা পরিষেবা দিচ্ছে।

তিনি প্রথম আলোকে বলেন, ‘দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সব মানুষ যেন কম খরচে অভিজ্ঞ চিকিৎসকের কাছ থেকে স্বাস্থ্য বিষয়ে সঠিক পরামর্শ পান, সেই লক্ষ্যে আমি কাজ করছি।’

আমরা তাদের ফেইসবুক পেজ এর কিছু পোস্ট পড়ে ভালো একটি ধারণা পাই। এছাড়া প্রথম আলো এর প্রতিবেদন টি দেখে অনুপ্রাণিত হই।

নিচে তাদের পেজ ও একটি পোস্ট দেয়া হলো : 

Join with us

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!