নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি ও তিনবাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল। এরই প্রেক্ষিতে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে বঙ্গভবনে প্রবেশ করেন সেনাপ্রধান, নৌপ্রধান এবং বিমান বাহিনীর প্রধান।
ছাত্র আন্দোলনের ১৩ জন সমন্বয়কসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল এবং অধ্যাপক তানজীমউদ্দীন ও উপস্থিত ছিলেন। বৈঠকে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেওয়া হয়। বঙ্গভবন থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এরপর রাত ১১টার দিকে বৈঠক শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা বঙ্গভবন থেকে বের হন। সমন্বয়কেরা সেনাবাহিনীর একটি গাড়িতে করে বের হন, আর গাড়িটির সামনে ও পেছনে সেনাবাহিনীর জিপ দেখা যায়।