Info Nation বাংলাদেশ আন্তর্জাতিক খেলা ব্যবসা বাণিজ্য স্বাস্থ্য প্রযুক্তি নির্বাচন আরও

ঢাকায় বৈধ প্রার্থী ১৫৬, বাতিল ৭৮, ঢাকা ১০ আসনে ফেরদৌসের পথ অনেকটাই মসৃণ

     ডিসে 4, 2023

আজ সোমবার (৪ ডিসেম্বর) আগামী ২০২৪ এর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত যাচাই-বাছাই শেষ হয়েছে যেখানে ঢাকার মোট ২০টি আসনে ১৫৬ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে আর ৭৮ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

Similar topics for you...
This topic continues below.

অনানুষ্ঠানিকভাবে নির্বাচিত হলেন যেসব প্রার্থী, ৫৫ আসনে আওয়ামী লীগ নির্বাচিত
যেখানে অনিয়ম সেখানেই অ্যাকশন, অনিয়ম হলে বাতিল হতে পারে প্রার্থিতা: ইসি রাশেদা
নির্বাচন পেছানোর এখতিয়ার কমিশনের নেই, বিদেশিদের নির্বাচন নিয়ে কথা বলার অধিকার আছে: সিইসি

ঢাকা ১০ আসনে ১১ জন প্রার্থীর মধ্যে ৮ জনের মনোনয়ন বাতিল হয়েছে ফলে ফেরদৌস আহমেদ এর পথ অনেকটাই সুগম হয়েছে বলা চলে।

আজ বিকেলে মনোনয়ন যাচাই-বাছাই শেষে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা মো. সাবিরুল ইসলাম ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বৈধ প্রার্থীর তালিকা ঘোষণা করেছেন।

এসময় তিনি জানান যে যেসকল প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়েছে তারা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নথি সংগ্রহ করে কমিশনে আপিলের সুযোগ পাবেন যার শুনানি আগামী ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।

ঢাকার ২০টি আসনের তথ্য :

ঢাকা-১ আসনে আওয়ামী লীগের সালমান এফ রহমান এবং জাতীয় পার্টির সালমা ইসলামের মনোনয়ন বৈধ হয়েছে।
 
ঢাকা-২ আসনে আওয়ামী লীগের অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাতীয় পার্টির শাকিল আহমেদ এবং স্বতন্ত্র ডা. হাবিবুর রহমান এর মনোনয়ন বৈধ হয়েছে।
 
ঢাকা-৩ আসনে নসরুল হামিদ বিপু, জাতীয় পার্টির কুদ্দুস মো. মনির সরকার এর মনোনয়ন বৈধ হয়েছে।
 
ঢাকা -৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী সানজিদা খানম, জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলা, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব ড. আওলাদ হোসেনসহ ১০ জনের এর মনোনয়ন বৈধ হয়েছে আর ৪ জনের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে।
 
ঢাকা- ৫ আসনে বৈধ-১০, বাতিল- ৯ ও স্থগিত হয়েছে ৩ জনের মনোনয়ন। এর মধ্যে আওয়ামী লীগের হারুনুর রশিদ মুন্না, স্বতন্ত্র- কাজী মনিরুল ইসলাম এর মনোনয়ন বৈধ হয়েছে।
 
ঢাকা- ৬ আসনে বৈধ- ০৯, বাতিল- হয়েছে ২ জনের মনোনয়ন । আওয়ামী লীগের সাঈদ খোকন, জাতীয় পার্টির কাজী ফিরোজ রশিদ এর মনোনয়ন বৈধ হয়েছে।
 
ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের সোলাইমান সেলিম ছাড়া জাতীয় পার্টির দুইজন সাইফুদ্দীন আহমেদ মিলন ও তারেক আহমেদ আদেল এর মনোনয়ন বৈধ হয়েছে।
 
ঢাকা-৮ আসনে উল্লেখযোগ্য প্রার্থী হিসেবে থাকা আ ফ ম বাহাউদ্দিন নাছিম এর মনোনয়ন বৈধ হয়েছে।
 
ঢাকা-৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাবের হোসেন চৌধুরী এর মনোনয়ন বৈধ হয়েছে।
 
ঢাকা -১০ আসনে ১১ প্রার্থীর মধ্যে ৮ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে এবং মাত্র তিন জন বৈধ হয়েছেন। বৈধতা পেয়েছেন আওয়ামী লীগের চমক ফেরদৌস আহমেদ।
 
ঢাকা- ১১ আসনে মোট দাখিল করেছেন ১০ যেখানে বৈধ হয়েছেন ৯ জন আর বাতিল হয়েছেন  ১। উল্লেখযোগ্য আওয়ামী লীগের মোহাম্মদ ওয়াখিল উদ্দিন, জাতীয় পার্টির শামীম আহমেদ বৈধতা পেয়েছেন।
 
ঢাকা- ১২ আসনে মোট দাখিল করেছেন ৮  যেখানে বৈধ হয়েছেন ৫ আর বাতিল ২ এবং স্থগিত-১। আওয়ামী লীগের আসাদুজ্জামান খান কামাল বৈধ হয়েছেন আর বাতিল হয়েছেন  জাতীয় পার্টির প্রার্থী মোরশেদ আলম খুশু।
  
ঢাকা- ১৩ আসনে মোট দাখিল করেছেন ১১, যেখানে বৈধ হয়েছেন ৪ আর বাতিল ৭ জন। আওয়ামী লীগের জাহাঙ্গীর কবির নানক ও জাতীয় পার্টির শফিকুল ইসলাম বৈধ হয়েছেন।
 
ঢাকা -১৪ আসনে মোট দাখিল করেছেন ১৮, যেখানে বৈধ হয়েছেন ১০ আর বাতিল ৮ জন। যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ও জাতীয় পার্টির শফিকুল ইসলাম বৈধ হয়েছেন।
 
ঢাকা-১৫ আসনে মোট দাখিল করেছেন ৮ যেখানে সবাই বৈধ হয়েছেন।
 
ঢাকা-১৬ আসনে মোট দাখিল করেছেন ৭ জন যেখানে বৈধ হয়েছেন ৬ আর বাতিল  ১ জন।   আওয়ামী লীগের ইলিয়াস উদ্দিন মোল্লা ও জাতীয় পার্টির আমানত হোসেন বৈধ হয়েছেন।
 
ঢাকা-১৭ আসনে মোট দাখিল করেছেন ১৩ যেখানে বৈধ হয়েছেন ১১ আর বাতিল ২ জন। আওয়ামী লীগের মো. আলী আরাফাত, জাতীয় পার্টির জিএম কাদের ও জাতীয় পার্টির সালমা ইসলাম বৈধ হয়েছেন।
 
ঢাকা- ১৮ আসনে মোট দাখিল করেছেন ১৬ জন যেখানে বৈধ হয়েছেন ৮ আর বাতিল ৮ জন। জাতীয় পার্টির শেরীফা কাদের ও আওয়ামী লীগের মোহাম্মদ হাবিব হাসান বৈধ হয়েছেন।
 
ঢাকা- ১৯ আসনে মোট দাখিল ১৩, যেখানে বৈধ হয়েছেন ৭ আর বাতিল ৪ ও স্থগিত ২ জন। আওয়ামী লীগের ডা. এনামুর রহমান, স্বতন্ত্র তৌহিদ জং মুরাদ বৈধ হয়েছেন।
 
ঢাকা-২০ আসনে মোট দাখিল করেছেন ৯ জন যেখানে বৈধ হয়েছেন ৬ আর বাতিল হয়েছেন ২ ও স্থগিত ১ জন। আওয়ামী লীগের বেনজীর আহমদ, জাতীয় পার্টির খান মোহাম্মদ ইসরাফিল, জাকের পার্টির মো. সাইদুর রহমান বৈধ হয়েছেন।

Share on

Subscribe Now

Keep updated with the latest news!