দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ২০২৪ এর ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে তফসিল ঘোষণার পর টাঙ্গাইল, ঢাকা-গাজীপুর-চাঁদপুর, বগুড়া, সিলেট, নোয়াখালী ও চট্টগ্রামে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘ্টনা ঘটেছে।

গতকাল বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় তফসিল ঘোষণার পর থেকে আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) মধ্যরাত পর্যন্ত এসব ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।  

টাঙ্গাইলের সদর উপজেলা রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ‘টাঙ্গাইল কমিউটার’ ট্রেনে আগুন দেয় অবরোধ সমর্থকরা। 

এছাড়া ঢাকার দোহার বাজারে গতকাল রাত ১০টার দিকে একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।

রাত পৌনে ১২টার দিকে গাজীপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় অবরোধ সমর্থকরা।

এছাড়া বুধবার রাত ৮টার পর চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে ছোট-বড় অন্তত ২০টি গাড়ি ভাঙচুর করা হয়েছে।

রাত পৌনে ৯টার দিকে সিলেটের শাহপরানের দাসপাড়ায় লেগুনায় আগুন দেয় দুর্বৃত্তরা।

বুধবার রাত ৮টা ৫৫ মিনিটের দিকে বগুড়া সদরে একটি কনটেইনারবাহী লরিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

এরপর নোয়াখালী শহরের বিভিন্ন জায়গায় অন্তত ১০টি কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয়েছে।

এছাড়া গতকাল রাত ১০টা ৫০ মিনিটের দিকে চট্টগ্রামে খুলশীর ওয়াসার মোড় এলাকায় রাস্তার পাশে পার্কিং করা দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

উল্লেখ্য যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করছেন। ঘোষণা অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ২০২৪ এর ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আর মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ রাখা হয়েছে ৩০ নভেম্বর। 

 

সূত্র: সময় টিভি

Join with us

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!