দ্বাদশ জাতীয় নির্বাচন ৭ জানুয়ারি
নভে 15, 2023
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ২০২৪ এর ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আর মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ রাখা হয়েছে ৩০ নভেম্বর। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করছেন।
Similar topics for you...This topic continues below.
অনানুষ্ঠানিকভাবে নির্বাচিত হলেন যেসব প্রার্থী, ৫৫ আসনে আওয়ামী লীগ নির্বাচিত
যেখানে অনিয়ম সেখানেই অ্যাকশন, অনিয়ম হলে বাতিল হতে পারে প্রার্থিতা: ইসি রাশেদা
নির্বাচন পেছানোর এখতিয়ার কমিশনের নেই, বিদেশিদের নির্বাচন নিয়ে কথা বলার অধিকার আছে: সিইসি
বর্তমান কমিশনের ২৬তম সভা অনুষ্ঠিত হয় আজ বিকেল ৫টায় যেখানে তফসিল চূড়ান্ত করা হয়।
এই সভায় আরো উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর ও মো. আনিছুর রহমান এবং ইসি সচিব মো. জাহাংগীর আলম।
সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান এবং সংবিধান ও আইনের আলোকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।