আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেছেন জানিয়েছেন যে আজ ৩০ নভেম্বর বিকেল ৪টায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়েছে। এখন আর তফসিল পুনর্নির্ধারণের কোনো সুযোগ নেই বলে জানান মো. জাহাংগীর আলম।
আজ নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
(ইসি) সচিব বলেছেন যে আপনারা আগে থেকেই অবহিত রয়েছেন যে আজ বিকেল ৪টায় মনোনয়নপত্র দাখিলের সময়সীমা অতিক্রম করেছে।তাই এখন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের সময়সীমা বর্ধিতকরণের কোনো সুযোগ নেই বলে মনে করে বাংলাদেশ নির্বাচন কমিশন।
মো. জাহাংগীর আলম জানান যে প্রার্থীরা রিটার্নিং অফিসার ও সহকারী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন তাদের আগামীকাল শুক্রবার (০১ ডিসেম্বর), কয়টি দল কোন আসনে এবং মোট কত প্রার্থী অংশগ্রহণ করছে তা জানাতে পারবেন তারা।
এসময় তিনি আরো জানান যে কিছু কিছু প্রার্থী কোনো কোনো জায়গায় আচরণবিধি ভঙ্গ করায় আমাদের নির্বাচনী অনুসন্ধান কমিটি তাদের তলব করেছে। রিটার্নিং অফিসারের মাধ্যমে নির্বাহী হাকিমরাও কাজ করছেন বলে জানান তিনি।