দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সার কারখানা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নভে 12, 2023
নরসিংদীতে নির্মিত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সার কারখানা আজ রবিবার (১২ নভেম্বর) দুপুর পৌনে ১টায় উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দোয়া মোনাজাত শেষে প্রধানমন্ত্রী ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন উপলক্ষে সার কারখানা স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেন শেখ হাসিনা।
Similar topics for you...This topic continues below.
বছরের শেষনাগাদ এডিবি বাজেট সহায়তা দিবে ৪০০ মিলিয়ন ডলার, অর্থ উপদেষ্টা
আরব আমিরাতে দণ্ডপ্রাপ্ত সেই ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করেছেন প্রেসিডেন্ট
প্রয়োজনীয় সংবিধান সংস্কারের প্রস্তাব বাংলাদেশ জাসদের
এছাড়া আজ বিকেল ৩টার দিকে নরসিংদী জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও নরসিংদী জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পরিবেশবান্ধব এই ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানায় এরই মধ্যে শুরু হয়েছে পরীক্ষামূলক উৎপাদন। জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব এই কারখানায় বছরে ৯ লাখ ২৪ হাজার মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হবে বলে জানা গেছে এবং দৈনিক উৎপাদন হবে ২ হাজার ৮০০ মেট্রিক টন। ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা বাস্তবায়নে ব্যয় হয়েছে ১৫ হাজার ৫০০ কোটি টাকা।
কারখানাটির নির্মাণ কাজ ২০১৮ সালের অক্টোবরে শুরু হয় যার দায়িত্ব পায় চীনের সিসি সেভেন এবং জাপানের ঠিকাদারি প্রতিষ্ঠান মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
২০২২ সালের ২১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১০ একর জমির ওপর নির্মিত প্রকল্পটির আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রকল্পটি বাস্তবায়নে সরকার ৪ হাজার ৫৮০ কোটি ২১ লাখ টাকা খরচ বহন করে আর জাপান ও চীনের ঠিকাদারদের যৌথ কনসোর্টিয়াম ব্যাংক অব টোকিও-মিৎসুবিশি ইউএফজে লিমিটেড ও দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড ১০ হাজার ৯২০ কোটি টাকার ঋণ দেয়।
এ ব্যাপারে একাত্তর টিভি জানায় -