দুই কমিশনার, ১ ডিসি সহ ৫ এসপিকে প্রত্যাহারের নির্দেশ নির্বাচন কমিশনের (ইসি)

     ডিসে 10, 2023 / GMT+6

আজ রোববার (১০ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশন (ইসি) আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার জন্য দেশের বরিশাল ও সিলেটের পুলিশ কমিশনার সহ একজন জেলা প্রশাসক (ডিসি) ও পাঁচজন পুলিশ সুপারকে (এসপি) প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন।

নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব  মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয় যে বরিশাল ও সিলেটের কমিশনারকে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে এবং হবিগঞ্জ, পিরোজপুর, নোয়াখালী, সাতক্ষীরা ও মেহেরপুরের এসপি কে বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এছাড়া চিঠিতে জানানো হয় যে ব্রাহ্মবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) সহ মানিকগঞ্জ সদর, সিংগাইর ও শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও প্রত্যাহার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের স্থলে উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করার জন্য বলেছে নির্বাচন কমিশন ইসি।

এ সংক্রান্ত নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে বলে জানানো হয়।
 
নির্বাচন কমিশন (ইসি) এর দেয়া উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয় যে বরিশাল ও সিলেটের মেট্রোপলিটন পুলিশের কমিশনার সহ   ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক এবং হবিগঞ্জ, পিরোজপুর, নোয়াখালী, সাতক্ষীরা ও মেহেরপুরের পুলিশ সুপারকে তাদের নিজ নিজ কর্মস্থল থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাদের স্থানে একই সঙ্গে অভিজ্ঞ ও যোগ্য কর্মকর্তাদের পদায়নের প্রস্তাব নির্বাচন কমিশনে পাঠানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবদের চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
 
নির্বাচন কমিশন (ইসি) বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষে কর্মকর্তাদের প্রত্যাহার ও বদলির এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য যে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আজ থেকে শুরু হয়েছে আপিল ও শুনানি যা ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়ার পর থেকে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনের  প্রচারণা চালাবেন প্রার্থীরা।

Join with us

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!