ইনফো ন্যাশন বাংলাদেশ আন্তর্জাতিক খেলা ব্যবসা বাণিজ্য স্বাস্থ্য প্রযুক্তি নির্বাচন আরও

দেশের অর্থনীতি বাঁচাতে হলে বিশ্বাসযোগ্য নির্বাচন করতে হবে: সিইসি

     নভে 27, 2023

দেশের অর্থনীতি ও ভবিষ্যৎ বাঁচাতে হলে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য হতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এটা দুর্ভাগ্যজনক যে কিছু বিদেশি দেশ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের ওপর তাদের থাবা বাড়াচ্ছে, তিনি যোগ করেন।

Similar topics for you...
This topic continues below.

অনানুষ্ঠানিকভাবে নির্বাচিত হলেন যেসব প্রার্থী, ৫৫ আসনে আওয়ামী লীগ নির্বাচিত
যেখানে অনিয়ম সেখানেই অ্যাকশন, অনিয়ম হলে বাতিল হতে পারে প্রার্থিতা: ইসি রাশেদা
নির্বাচন পেছানোর এখতিয়ার কমিশনের নেই, বিদেশিদের নির্বাচন নিয়ে কথা বলার অধিকার আছে: সিইসি

আজ সোমবার (২৭ নভেম্বর) সকালে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্যের নির্বাচনী আইন বিধি ও কর্মপদ্ধতি বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এ কথা বলেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী ৩০০ আসনের জন্য ৩০০টি অনুসন্ধানী কমিটি গঠন করেছে কমিশন। সিইসি জানান যে, তারা ভোটের আচরণবিধি পর্যবেক্ষণ করবেন।

তিনি আরো বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে নির্দেশ দিতে পারে, আমরা সেভাবে করতে পারি না।

তিনি এসময় বলেন যে আমাদের নির্বাচনে কিন্তু বাহির থেকেও থাবা এসে পড়েছে। তিনি মন্তব্য করেন যে, তারা থাবা বিস্তার করে রেখেছে। তাই তিনি বলেন যে আমাদের অর্থনীতি, আমাদের ভবিষ্যৎ, আমাদের অনেককিছুই রক্ষা করতে হলে এই নির্বাচনটাকে ফ্রি, ফেয়ার ও ক্রেডিবল করতে হবে।

কাজী হাবিবুল আউয়াল বলেন যে নির্বাচন নিয়ে দেশ 'সংকটে' রয়েছে। আস্থা নিয়ে সন্দেহ আছে, আমাদের তা থেকে বেরিয়ে আসতে হবে। এসময় তিনি প্রত্যেকেরই দায়িত্বশীলতার সাথে নিজ  দায়িত্ব পালন করা উচিত বলে জানান।

Share on

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!