দেশের জনগণ নৌকায় ভোট দেয়ায় বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ: শেখ হাসিনা

     ডিসে 20, 2023 / GMT+6

আজ বুধবার (২০ ডিসেম্বর) সিলেটের নির্বাচনী জনসভায় সরকারপ্রধান শেখ হাসিনা জানান, দেশের জনগণ বার বার নৌকা মার্কায় ভোট দিয়েছে বলে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ।

আজ বিকেলে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন যে যখন আওয়ামী লীগ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে তখন বিএনপি আগুন দিয়ে তা ধ্বংস করছে। এছাড়া তিনি তাদের কোনো মন্যুষত্ব নেই বলে মন্তব্য করে বলেন যে তাদের কোনো মন্যুষত্ব নেই বলে তারা ট্রেন-বাসে আগুন দিয়ে মানুষ হত্যার মতো নির্মম ঘটনা ঘটাতে পারে ৷ 
 
সিলেটের উন্নয়নকাজ ও অগ্রযাত্রা তুলে ধরে সরকারপ্রধান খাদ্যের অভাব ঠেকাতে কোনো জমি অনাবাদি না রাখার জন্য বলেন৷ এসময় তিনি গত ১৫ বছরে সম্পন্ন হওয়া উন্নয়নকাজের বিস্তারিত তথ্য তুলে ধরে তিনি নতুন কিছু প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি ও দেন এই নির্বাচনী জনসভায় ৷

এসময় প্রধানমন্ত্রী জানান যে আবার ক্ষমতায় গেলে ঢাকা-সিলেট ছয় লেন হবে ৷ সিলেটেও মেট্রোরেল নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে বলে জানান সরকারপ্রধান৷ এছাড়া কিন ব্রিজের পাশে নতুন সেতু ও সিলেটে ১০০ বেড সমৃদ্ধ বার্ন ইনস্টিটিউট তৈরি করা হচ্ছে বলে জানান তিনি ৷ এছাড়া সিলেটের যানজট কমাতে রিংরোড নির্মাণ করার কথা জানান তিনি ৷ 

শেখ হাসিনা বলেন যে অগ্নি সন্ত্রাসীদের এদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। সাধারণ মানুষ ভোট চায়, উন্নয়ন চায় আর এজন্যই তারা বিএনপি-জামায়াতের হরতাল অবরোধে সাড়া দিচ্ছেন না বলে মন্তব্য করেন তিনি।

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন যে ডিজিটাল বাংলাদেশ গড়ার মধ্যদিয়ে আগামীদিনের স্মার্ট বাংলাদেশ গড়ার কাজ চলছে।

প্রধানমন্ত্রী আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেয়ার আগে সিলেটে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহ পরাণের (র.) এর মাজার জিয়ারত করেন।

প্রধানমন্ত্রীর এই নির্বাচনী সফরে তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে রয়েছেন।

Join with us

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!