Get the best experience by installing our app!

আগামী ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের নির্বাচনী এলাকায় ভোটারপ্রতি ১০ টাকা ব্যয় করতে পারবেন জানিয়ে জারি করা প্রজ্ঞাপনে এই ব্যয়সীমা ঠিক করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এই ব্যয় সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত হতে পারে এর বেশি খরচ করতে পারবেন না প্রার্থীরা।

নির্বাচন কমিশন (ইসি) এর প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রার্থীকে মনোনয়ন দেওয়া রাজনৈতিক দল থেকে নেওয়া খরচসহ একজন প্রার্থীর নির্বাচনী খরচ ২৫ লাখ টাকার বেশি হবে না। নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি নির্বাচনী এলাকায় ভোটারপ্রতি নির্বাচনী ব্যয় ১০ টাকা নির্ধারণ করেছে। তবে নির্বাচনী এলাকার ব্যয় সর্বোচ্চ ২৫ লাখ টাকার বেশি হবে না।

উল্লেখ্য যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন।

তফসিল অনুযায়ী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এর ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আর মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ রাখা হয়েছে ৩০ নভেম্বর। এসব মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্ব। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ রাখা হয়েছে ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৮ ডিসেম্বর।  

Join with us

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!