আজ শুক্রবার (১ ডিসেম্বর) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নাম লেখানো প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে। আজ সকাল থেকে শুরু হওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে।
উল্লেখ্য যে গত ১৫ নভেম্বর তফসিল ঘোষণা করার পর ১৬ নভেম্বর থেকে মনোনয়নপত্র উত্তোলন এবং দাখিলের সুযোগ ছিল তবে শেষদিকে এসে প্রার্থীদের চাপ বেড়ে যায়। গতকাল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ছিল এসব মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন যেখানে ৩০০ আসনের নির্বাচনে লড়তে চান ২ হাজার ৭৪১ জন প্রার্থী।
আজ থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম। এই কার্যক্রমে স্বতন্ত্র প্রার্থীর ১ শতাংশ ভোটারের সমর্থন যাচাই-বাছাই করা ছাড়াও প্রার্থীদের ব্যাংক ঋণ, ফৌজাদারি মামলাসহ কোনো তথ্য গোপন আছে কি না, এরকম আরো বিভিন্ন বিষয়ে খোঁজ নিতে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে রিটার্নিং কার্যালয় বলে জানা গেছে।
নির্বাচন কমিশন এর অভ্যন্তরীণ যাচাই-বাছাই শেষে আগামী ৪ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকছে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত এরপর ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়ার পর শুরু হবে নির্বাচনের মূল প্রচার-প্রচারণা।