নালিতাবাড়ীতে পাহাড়ি ঢলে বৃদ্ধ ও নারীর মৃত্যু, দুই ভাইসহ নিখোঁজ আরও তিনজন
শেরপুরের নালিতাবাড়ীতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের ফলে আকস্মিক বন্যায় দুজনের মৃত্যু |
শেরপুরের নালিতাবাড়ীতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের ফলে আকস্মিক বন্যায় দুজনের মৃত্যু, নিখোঁজ দুজন
গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলের ফলে উপজেলার ভোগাই নদী ও চেল্লাখালী নদীর বাঁধ ও পাড় ভেঙে প্রায় ১০টি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় পানি প্রবাহিত হয়েছে। পুলিশ, জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, কিছু কিছু এলাকায় ফসলি জমি ও রাস্তাঘাট তলিয়ে গেছে।
ঘরবাড়ি এবং অন্যান্য স্থাপনায় পানি প্রবেশ করায় স্থানীয় বাসিন্দারা ব্যাপক দুর্ভোগে পড়েছেন। কিছু কিছু এলাকায় পানির তীব্র স্রোত দেখা গেছে। এতে মূল্যবান সম্পদ ও পশুপাখি ভেসে যাওয়ার অভিযোগ করছেন বন্যা আক্রান্ত এলাকার বাসিন্দারা।
এই টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত দুজনের মৃত্যু খবর পাওয়া গিয়েছে। নিহতরা হলেন ওমিজা খাতুন (৪৫), তিনি বাঘবেড় গ্রামের মানিক মিয়ার স্ত্রী। আরেকজন হলেন আন্ধারুপাড়া গ্রামের ইদ্রিস মিয়া (৮০)।
এ ছাড়া উপজেলার নন্নী অভয়পুর গ্রামের বছির উদ্দীনের দুই ছেলে আবু হাতেম (৩০) ও আলমগীর (১৭) এবং বাতকুচি গ্রামের মৃত আবদুল হাকিমের স্ত্রী জহুরা খাতুন (৪৫) নিখোঁজ রয়েছেন।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলার নয়াবিল ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রামে ডুবন্ত সড়ক পার হওয়ার সময় পানিতে ভেসে যান ইদ্রিস মিয়া। খোঁজাখুঁজির একপর্যায়ে তাঁর লাশ পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছানোয়ার হোসেন। তিনি জানান, ঢলের পানিতে ডুবে বৃদ্ধ, নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া তিনজন নিখোঁজ রয়েছেন।