নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করতে আমরা সাংবিধানিকভাবে বাধ্য বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি জানান যে এই বিষয়টা আমরা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের স্পষ্ট করে জানিয়ে দিয়েছি। বুধবার (২৯ নভেম্বর) বিকেলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ইইউ’র প্রতিনিধি দলের সঙ্গে বিকেল ৩টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্য চার কমিশনার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বৈঠকে বসে।

বৈঠক শেষে (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানান যে ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর চার্লস হোয়াইটলিসহ ৭টি দেশের রাষ্ট্রদূত এসেছিলেন বৈধকে যেটাকে আমরা বলি ইইউ ডেলিগেশন। তিনি বলেন যে তারা আগেও একাধিকবার এসেছেন। তাদের একটা এক্সপার্ট ইলেকশন পর্যবেক্ষণ টিম আসবেন বলে তারা জানিয়েছেন। ইতোমধ্যেই চারজন এসেছেন। তিনি জানান যে দীর্ঘ সময় তারা আমাদের প্রস্তুতি সম্পর্কে জেনেছেন। 

উল্লেখ্য যে বৈঠক শেষে বাংলাদেশের আসন্ন ২০২৪ এর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন, ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি এ কথা জানিয়েছেন। 

সিইসি আরও জানিয়েছেন যে যদি রাজনৈতিক অঙ্গনে কোনো মতবিরোধ থাকে, বিভেদ-বিভাজন থাকে সেখানে কোনভাবেই আমরা হস্তক্ষেপ করতে পারি না।

Join with us

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!