প্রতি বছরের প্রথম দিন অর্থাৎ ১লা জানুয়ারি বাণিজ্য মেলা শুরু হওয়ার কথা থাকলেও এবারে সেটি আর হচ্ছে না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ই জানুয়ারী অনুষ্ঠিত হওয়ার জন্য নতুন বছরের ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পিছিয়ে জানুয়ারির তৃতীয় সপ্তাহে করার পরিকল্পনা করছে সরকার।

সূত্র মতে জানা গেছে যে দেশের বৃহৎ বাণিজ্য মেলা, এবারের ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন নিয়ে গত ১৮ ডিসেম্বর ইপিবিতে বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে  নির্বাচনের আগে মেলা পরিচালনা কার্যক্রম সহ ক্রেতা সমাগম ও ব্যবসায়ীদের অংশগ্রহণে বিভিন্ন ধরণের প্রতিকূলতা সৃষ্টি হতে পারে বলে ইপিবির বৈঠকে আলোচনা হয়। 

বৈঠকে ২০২৪ সালের জানুয়ারি মাসের ৩য় সপ্তাহের যে কোনো দিন থেকে ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু করা যায় বলে প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়। তবে সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে এবং ঠিক কবে থেকে মেলা শুরু করা যায় সেটি নির্ভর করবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী পরিস্থিতির ওপর।

মো: আব্দুল হালিম, ইপিবির সহকারী পরিচালক জানান যে এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ১লা জানুয়ারি থেকে ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে না। তবে কবে মেলা শুরু হবে তার চূড়ান্ত তারিখ এখনও নির্ধারণ করা হয়নি বলে জানান তিনি।

তবে জানা গেছে যে মেলার আয়োজক প্রতিষ্ঠান ইপিবি ২০২৪ সালের ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আগামী ১৫ই জানুয়ারি থেকে শুরুর পরিকল্পনা করেছে।

রাজধানী ঢাকার পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিবিসিএফইসি) তৃতীয়বারের মতো এ মেলার আয়োজন করা হবে। 

Join with us

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!