নির্বাচনে ওসিরা ‘অনুগত’ হতে পারে, এ বিবেচনাতেই বদলি: স্বরাষ্ট্রমন্ত্রী

     ডিসে 3, 2023 / GMT+6

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন যে নির্বাচনে ওসিরা কারও প্রতি ‘ইনক্লাইন্ড’ (অনুগত) হতে পারে, এ বিবেচনাতেই তাদেরকে বদলির নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

গত  ৩০ নভেম্বর নির্বাচন কমিশন আগামী ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে পুলিশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলির নির্দেশনা দেয়।

আজ রোববার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে সাংবাদিকদের  এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন যে আপনারা জানেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা। তিনি জানান যে যখনই নির্বাচন আসে, শিডিউল ডিক্লেয়ার হয়ে গেলে আমাদের নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে সবকিছুই নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত থাকে।

তিনি জানান যে নির্বাচন কমিশন মনে করেছে দেশের সুষ্ঠু নির্বাচন করতে হলে যারা দীর্ঘদিন যাবৎ ওসি হিসেবে আছেন, তারা হয়ত কারও প্রতি ইনক্লাইন্ড বা অনুগত হতে পারে।

তিনি আরো জানান যে ওসি কর্মকর্তাদের নিয়ে এ ধরনের বিবেচনা নির্বাচন কমিশনের, আমাদের কিছু নয়। তাই তারা সারা দেশে ওসিদের ট্রান্সফার করেছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ীই সারা দেশে ওসিরা কাজ করছে বলে জানান আসাদুজ্জামান খান কামাল।

Join with us

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!