নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে ২৪ প্রার্থীর রিট, তালিকা
ডিসে 12, 2023
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এর ২৪ প্রার্থী প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন। জানা গেছে যে গতকাল রোববার ও আজ সোমবার (১০ ও ১১ ডিসেম্বর) তারা তাদের প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এসব রিট আবেদন করেছেন।
Similar topics for you...This topic continues below.
অনানুষ্ঠানিকভাবে নির্বাচিত হলেন যেসব প্রার্থী, ৫৫ আসনে আওয়ামী লীগ নির্বাচিত
যেখানে অনিয়ম সেখানেই অ্যাকশন, অনিয়ম হলে বাতিল হতে পারে প্রার্থিতা: ইসি রাশেদা
নির্বাচন পেছানোর এখতিয়ার কমিশনের নেই, বিদেশিদের নির্বাচন নিয়ে কথা বলার অধিকার আছে: সিইসি
এই তথ্য জানা গেছে হাইকোর্টের রিট শাখা থেকে।
রিট আবেদনকারী প্রার্থীদেড় মধ্যে আছেন স্বপন কুমার সরকার - (রাজবাড়ী সদর), সুব্রত চন্দ্র সরকার - (নেত্রকোনা-২), খন্দকার আহসান হাবিব - (টাঙ্গাইল সদর), জয়নাল আবেদীন - (নারায়ণগঞ্জ সদর), মুহম্মদ খাইরুল বাশার লাভলু -(নরসিংদী-৫), মো. মোস্তফা জামাল - (ঢাকা-১৫), সুলতান মাহমুদ - (জয়পুরহাট), জাকির হোসেন - (সিলেট-৩), মো. শামীম মিয়া - (নেত্রকোনা-৫), নূর মোহাম্মদ মিয়া - (শরীয়তপুর-৩), মোহাম্মদ আমিনুল ইসলাম - (নরসিংদী-৫), সোহেল রানা - (সাভার)।
জয়নাল আবেদীন - (মুন্সিগঞ্জ-২), মো. ইউসুফ পারভেজ - (ঝিনাইদহ সদর), নুরুল আলম - (কক্সবাজার-৩), চৌধুরী এবাত নুর - (কক্সবাজার-১), নুরুল করিম আফসার - (চট্টগ্রাম- ৬), এস এম আশিক বিল্লাহ - (ঢাকা-১০), সালমা আক্তার শিল্পী - (পটুয়াখালী-৩), প্রভেসর আবু সাঈদ - (পাবনা-১), মীর এনায়েত হোসেন মন্টু - (টাঙ্গাইল-৭), হোসাই মোহাম্মদ ইসলাম - (যশোর-৬), এস এম এনায়েত করিম - (পটুয়াখালী-২), মো. শাহানাজ ব্যাপারী - (চাঁদপুর-৫)।
উল্লেখ্য যে যেসব প্রার্থীদের মনোনয়ন বৈধ হয়নি তাদের রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি শুরু হয়েছে যা ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।
অতঃপর ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়ার পর থেকে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনের প্রচারণা চালাবেন প্রার্থীরা।