নির্বাচনে মাঠে থাকছে সেনাবাহিনী: ইসি
ডিসে 11, 2023
আজ সোমবার (১১ ডিসেম্বর) আসন্ন ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)।
Similar topics for you...This topic continues below.
অনানুষ্ঠানিকভাবে নির্বাচিত হলেন যেসব প্রার্থী, ৫৫ আসনে আওয়ামী লীগ নির্বাচিত
যেখানে অনিয়ম সেখানেই অ্যাকশন, অনিয়ম হলে বাতিল হতে পারে প্রার্থিতা: ইসি রাশেদা
নির্বাচন পেছানোর এখতিয়ার কমিশনের নেই, বিদেশিদের নির্বাচন নিয়ে কথা বলার অধিকার আছে: সিইসি
আজ সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফদের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়।
ইসি সূত্রে জানা গেছে যে আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর মোট সাড়ে ৭ লাখ সদস্য ভোটের মাঠে কাজ করবেন। যার মধ্যে থাকবে আনসার ৫ লাখ ১৬ হাজার, পুলিশ ও র্যাবের ১ লাখ ৮২ হাজার ৯১, কোস্টগার্ডের ২ হাজার ৩৫০ এবং বিজিবির ৪৬ হাজার ৮৭৬ নিয়োজিত থাকবেন নির্বাচনে।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে বলা হয়েছে যে আসন্ন ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী।
তবে রাষ্ট্রপতির অনুমতি লাগবে আর অনুমতি মিললে ২৯ ডিসেম্বর থেকেই ভোটের মাঠে নামবে সেনাবাহিনী। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে যে তারা এ বিষয়ে অনুমতি চেয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি দিবে।
উল্লেখ্য যে যেসব প্রার্থীদের মনোনয়ন বৈধ হয়নি তাদের রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি শুরু হয়েছে যা ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।
১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়ার পর থেকে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনের প্রচারণা চালাবেন প্রার্থীরা।