Get the best experience by installing our app!

0:00

আজ সোমবার (১ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন যে, নির্বাচন পেছানোর এখতিয়ার নির্বাচন কমিশনের নেই। কমিশন চাইলে সেটি পিছিয়ে দিতে পারে এটি ভুল ধারণা বলে জানান সিইসি।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সামনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কার্যক্রমের দ্বিতীয় পর্বের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।


এসময় আসন্ন নির্বাচনের নির্ধারিত সময়ে ভোট করে জাতীয় সংসদ এর সদস্য নির্বাচিত করা একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে জানান সিইসি কাজী হাবিবুল আউয়াল।

সিইসি আরো জানান যে মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন হলেই সেটিকে সুষ্ঠু নির্বাচন বলা যায়। তিনি বলেন, জাতীয় নির্বাচনে দুই-একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেই পারে এজন্য এ নির্বাচনকে   প্রশ্নবিদ্ধ করার কিছু নেই। নির্বাচন  কমিশনের মূল লক্ষ্য হচ্ছে নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা।

সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনে জুডিশিয়াল মাজিস্ট্রেটদেড় দায়িত্ব অনেক। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করতে এবং সঠিকভাবে কাজ করলে দেশের মানুষ নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন।

এসময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোটারদের ভোট প্রদানে বাধা দিলে দেশে সংকট তৈরি হবে তাই সব ধরনের বাধা দূর করে সুষ্ঠু ভোট আয়োজনের নির্দেশ দেন তিনি।

এছাড়া দেশব্যাপী প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ও সহিংসতা নির্বাচন কমিশন দেখতে চায় না এবং এ ব্যপারে দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেয়া আছে আর আইনশৃঙ্খলা বাহিনী সেভাবে আইনানুগ ব্যবস্থা নিবে এবং নিচ্ছে  বলে জানান সিইসি কাজী হাবিবুল আউয়াল। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিইসি বলেন, আন্তর্জাতিক কমিউনিটিকে দেখাতে হবে যে আমাদের নির্বাচন অবাধ-নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে। বিদেশিদের এই নির্বাচন নিয়ে কথা বলার অধিকার আছে বলে যোগ করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।

Join with us

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!