নিহত ফিলিস্তিনি শিশু ও হতাহতদের জন্য সংসদে শোক প্রকাশ, শিশুদের পায়ে নাম লিখে রাখছেন গাজার বাবা-মায়েরা
অক্টো 22, 2023
ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি শিশু ও হতাহতদের জন্য শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ। চলতি মেয়াদের শেষ বা ২৫তম অধিবেশনের শুরুতেই স্পিকার শোক প্রকাশ করেন।ইসরায়েলের বিমান হামলায় মারা যেতে পারেন নিজে, আবার মৃত্যু হতে পারে শিশু সন্তানেরও। যদি দুর্ভাগ্যবশত এ ধরনের কোনো ঘটনা ঘটে— সেক্ষেত্রে পরিচয় জানার জন্য বা তাদের শনাক্ত করার জন্য— নিজ সন্তানদের পায়ে নাম লিখে রাখছেন গাজা উপত্যকার অনেক বাবা-মা।
Similar topics for you...This topic continues below.
দুপুরের পর ফিরছেন সাজেকে আটকা ৭০০ পর্যটক!
মাথাচাড়া দিচ্ছে ডেঙ্গু! রোগ নির্ণয়ে দেরি, বাড়ছে জটিলতা!!
রাজধানী ঢাকায় ১০ ভারতীয় গ্রেফতার
রোববার (২২ অক্টোবর) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৪টায় সংসদের বৈঠক শুরু হয়।
এর আগে সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে চলতি অধিবেশনের মেয়াদকালসহ কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত হয়। এ অধিবেশন আগামী ২ নভেম্বর পর্যন্ত চলবে বলে সিদ্ধান্ত হয়েছে। অবশ্য স্পিকার চাইলে এই মেয়াদ বাড়াতে বা কমাতে পারবেন।
স্পিকার বলেন, গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য স্থানে ইসরায়েলি দখলদার বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলায় নিহত শিশু ও হতাহতদের স্মরণে জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ, সব বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সংসদ আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।
ইসরায়েলের বিমান হামলায় মারা যেতে পারেন নিজে, আবার মৃত্যু হতে পারে শিশু সন্তানেরও। যদি দুর্ভাগ্যবশত এ ধরনের কোনো ঘটনা ঘটে— সেক্ষেত্রে পরিচয় জানার জন্য বা তাদের শনাক্ত করার জন্য— নিজ সন্তানদের পায়ে নাম লিখে রাখছেন গাজা উপত্যকার অনেক বাবা-মা।
রোববার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছেন গাজায় সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের সাংবাদিকরা।
গাজার মধ্যাঞ্চলের দেইর আল বালাহর আল আকসা শহীদ হাসপাতালে ধারণ করা একটি ভিডিওতে দেখা গেছে, মৃত শিশুদের পায়ে তাদের নাম লেখা রয়েছে। শনিবার থেকে শুরু করে রোববার পর্যন্ত ওই এলাকায় টানা বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী।