নেদারল্যান্ডস এর করা ১৮০ রানের বিপক্ষে ১১১ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নিয়েছে আফগানিস্তান। সেমিফাইনালের খেলার আশা বাঁচিয়ে রাখতে ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ ছিল নেদারল্যান্ডস ও আফগানিস্তানের জন্য। শুক্রবার (৩ নভেম্বর) নেদারল্যান্ডস দলকে তেমন পাত্তা না দিয়েই ডাচদের সহজে হারিয়ে পয়েন্ট টেবিলে এক ধাপ এগিয়ে গেল হাশমতউল্লাহ শহীদির দল।
শেষ পর্যন্ত এখন ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আফগানদের অবস্থান পাঁচ নম্বরে। শেষ দুই ম্যাচ জিতলে তো বটেই, অন্তত একটি ম্যাচ ও যদি আফগানিস্তান জিতে তবে শেষ চারের মধ্যে থাকার সম্ভাবনা থাকবে।
অন্যদিকে, ৭ ম্যাচের মধ্যে দুটিতে জিতে নেদারল্যান্ডস আছে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে। তবে তাদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা প্রায় শেষ।
শুক্রবার (৩ নভেম্বর) শুরুতে ব্যাট করে ১৭৯ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস দল যা খুব সহজেই ১১১ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় আফগানরা।