নেপালে ভূমিকম্পে নিহত বেড়ে ১২৮
নভে 4, 2023
শুক্রবার নেপালে রাত ১১টা ৪৭ মিনিটে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১২৮ জনে পৌঁছেছে। তবে এই সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া এখন পর্যন্ত বিভিন্ন ধ্বংসস্তুপ থেকে আরো অন্তত ১৪০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নেপালের ন্যাশনাল ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল জাজারকোট জেলা।
Similar topics for you...This topic continues below.
দুপুরের পর ফিরছেন সাজেকে আটকা ৭০০ পর্যটক!
মাথাচাড়া দিচ্ছে ডেঙ্গু! রোগ নির্ণয়ে দেরি, বাড়ছে জটিলতা!!
রাজধানী ঢাকায় ১০ ভারতীয় গ্রেফতার
শনিবার (৪ নভেম্বর) এনডিটিভির লাইভ প্রতিবেদনে বলা হয়, রাতজুড়ে স্থানীয়দের ধ্বংসাবশেষ থেকে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করতে দেখা গেছে। ভূমিকম্পে দেশটিতে বেশ কয়েকটি বাড়ি পুরোপুরি ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতজুড়ে ভয়ে অনেকে রাস্তায় রাত কাটিয়েছেন।
শক্তিশালী ভূমিকম্পের এই আঘাতে নেপালের হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু অঞ্চল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে বিশেষ করে দুর্গম পার্বত্য অনেক এলাকা আছে যেখানে এখনও সরকারি দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মী ও পুলিশ পৌঁছাতে পারেনি।
ভূমিকম্পের আঘাতে সবচেয়ে বেশি নিহতের ঘটনা ঘটেছে ভূমিকম্পের উৎপত্তিস্থল জাজারকোট জেলা থেকে এ পর্যন্ত ৪৪ জনের দেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন জাজারকোট পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট সন্তোষ রোকা।
রোকা কাঠমান্ডু পোস্টকে নিশ্চিত করেছেন যে জাজারকোটের নলগার সিটির ডেপুটি মেয়র সরিতা সিংহও মৃত তালিকায় রয়েছেন। এছাড়া জাজারকোট জেলার আরো বিভিন্ন গ্রাম ও শহর থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৫৫ জনের ও বেশি মানুষকে।
এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে নেপালের পশ্চিামঞ্চলীয় পার্বত্য জেলা পশ্চিম রুকুম যেখানে বিভিন্ন গ্রাম ও শহর থেকে এ পর্যন্ত ৩৬ জনের মরদেহ এবং আহত অবস্থায় ৮৫ জনকে উদ্ধার করা হয়েছে, জেলা পুলিশের ডেপুটি সুপারিটেনডেন্ট নমরাজ ভট্টরাই জানিয়েছেন এই তথ্য জানিয়েছে।
এর পাশাপাশি নেপালের ভেরি, নালগাড়, কুশে, বেরেকোট ও চেদাগড়েও ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া গেছে বলে কাঠমান্ডু পোস্টকে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা।
এ সম্পর্কে নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্স অ্যাকাউন্ট থেকে তাৎক্ষণিক একটি পোস্টে জানানো হয়েছে যে, ‘শুক্রবার রাত ১২টার দিকে জাজারকোটের ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল। উদ্ধারকাজ এবং ত্রাণ সরবরাহ করতে নিরাপত্তা সংস্থা ইতিমধ্যে কাজ শুরু করেছে।’
এই ব্যাপারে যমুনা টিভি জানায় -