নৌকার প্রার্থী হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক আইন প্রতিমন্ত্রী শাহজাহান ওমর
নভে 30, 2023
আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) প্রধান বিচারপতির বাসভবন ও পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় জামিন পাওয়ার একদিন পরেই নৌকার প্রার্থী হয়ে ঝালকাঠি-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর।
Similar topics for you...This topic continues below.
অনানুষ্ঠানিকভাবে নির্বাচিত হলেন যেসব প্রার্থী, ৫৫ আসনে আওয়ামী লীগ নির্বাচিত
যেখানে অনিয়ম সেখানেই অ্যাকশন, অনিয়ম হলে বাতিল হতে পারে প্রার্থিতা: ইসি রাশেদা
নির্বাচন পেছানোর এখতিয়ার কমিশনের নেই, বিদেশিদের নির্বাচন নিয়ে কথা বলার অধিকার আছে: সিইসি
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর পান্থপথের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ব্যারিস্টার শাহজাহান ওমর।
তিনি বলেন যে, জিয়ার রাজনীতি থেকে বঙ্গবন্ধুর রাজনীতি আরো উন্নত। তাই তিনি নৌকার হয়ে ভোট করবেন বলে জানিয়েছেন।
আজ মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকার হয়ে অনলাইনে মনোনয়নপত্র জমা দেন তিনি। শাহজাহান ওমরের মনোনয়ন পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
বুধবার দুপুরে বাসে আগুন দেয়ার অভিযোগে ঢাকার নিউমার্কেট থানার একটি মামলায় জামিন পান তিনি। এরপর সন্ধ্যায় কারাগার থেকে মুক্তি পান এই নেতা।
উল্লেখ যে গত ৪ নভেম্বর ঢাকার একটি বাসা থেকে শাহজাহান ওমরকে আটক করে গোয়েন্দা পুলিশ এবং পরদিন তাকে চারদিনের রিমান্ড দেয় আদালত।