পিএসসির প্রশ্নফাঁসের ঘটনায় গাড়িচালক আবেদসহ ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ

     জুল 9, 2024 / GMT+6

প্রশ্নফাঁসের ঘটনায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীসহ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সিআইডি সাঁড়াশি অভিযান শুরু করে। সোমবার (৮ জুলাই) ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ আলোচনায় আসা আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকেও গ্রেপ্তার করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির সাইবার বিভাগের অতিরিক্ত ডিআইজি তৌহিদুল ইসলাম। তিনি ঢাকা মেইলকে জানান, "আমরা নন-ক্যাডার কিছু পরীক্ষায় প্রশ্নফাঁসের তথ্য পেয়েছি। সংশ্লিষ্টদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ পর্যন্ত ১৫ জনের বেশি গ্রেপ্তার করা হয়েছে। তাদের ঢাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।"

সৈয়দ আবেদ আলী পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক ছিলেন। একটি বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানে বিসিএসের প্রশ্নফাঁসে তার জড়িত থাকার বিষয়টি প্রকাশ পায়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। তার ফেসবুক প্রোফাইলে অঢেল সম্পদের তথ্যও পাওয়া গেছে।

নিজ এলাকা মাদারীপুরের ডাসারে আবেদ আলী নিজেকে দানবীর হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছেন। তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম বাবাকেও ছাড়িয়ে গেছেন। বাবার সম্পদ অর্জনের নেপথ্যের গল্প সামনে আসায় সিয়ামও সমালোচনার মুখে পড়েছেন।

আবেদ আলী ছাড়াও গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন পিএসসির উপ-পরিচালক মো. আবু জাফর ও মো. জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মো. আলমগীর কবির, অফিস সহায়ক খলিলুর রহমান এবং সাজেদুল ইসলাম।




 

Join with us

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!