Info Nation বাংলাদেশ আন্তর্জাতিক খেলা ব্যবসা বাণিজ্য স্বাস্থ্য প্রযুক্তি নির্বাচন আরও

পেট্রোল ঢেলে স্কুলছাত্রীকে হত্যাচেষ্টা: ৫ জনের নামে মামলা, গ্রেফতার ২

     নভে 20, 2023

রোববার সকালে মাদারীপুরের রাজৈরের আড়ুয়াকান্দি নটাখোলা বড়খোলা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ৯ম শ্রেণির ১৫ বছরের ওই ছাত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টার ঘটনায় পাঁচ জনের নামে সোমবার (২০ নভেম্বর) সকালে রাজৈর থানায় মামলা করেন ভুক্তভোগী মেয়েটির বাবা।

Similar topics for you...
This topic continues below.

চমেক হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক শিশু উদ্ধার, আটক ২
আইফেল টাওয়ারের কাছে পর্যটকদের ওপর ছুরি হামলা, নিহত ১, আহত ২
ছবি ভাইরালের পর নিজ পরিবারের হাতে তরুণী খুন

এই ঘটনায় অভিযান চালিয়ে নিজবাড়ি থেকে প্রধান অভিযুক্ত দুজন রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের বড়খোলা গ্রামের কিংকর রায়ের ছেলে দিগন্ত রায় (১৫) এবং একই গ্রামের প্রহলাদ বিশ্বাসের ছেলে জয় বিশ্বাস (১৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

এই মামলার এজাহারে বলা হয় যে বেশ কিছুদিন ধরে রাজৈরে নবম শ্রেণির ওই শিক্ষার্থীকে আলাদাভাবে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল একই শ্রেণির দিগন্ত রায় ও জয় বিশ্বাস। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে রোববার সকালে ওই শিক্ষার্থী বিদ্যালয়ের কাছে আসলে ইজিবাইকে আসা দিগন্ত ও জয়ের সহযোগীরা তাকে মারধর করে এবং একপর্যায়ে সঙ্গে থাকা পেট্রোল মেয়েটির শরীরে ঢেলে দেয়। এ সময় এলাকা ত্যাগের হুমকিও দেয়া হয় এবং এতেও তারা ক্ষান্ত হয় না পরে দেশলাই দিয়ে আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা করে বখাটেরা।

পরে ভাই ও ওই শিক্ষার্থীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারী দিগন্ত ও জয়ের সহযোগীরা। পরে ১৫ বছরের মেয়েটিকে উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়। 


সোর্স : সময় টিভি 

Share on

Subscribe Now

Keep updated with the latest news!