প্রথমবারের মতো চট্টগ্রাম থেকে ট্রেন ছুটল কক্সবাজারে

     নভে 5, 2023 / GMT+6

সব সমালোচনা ও প্রতিবন্ধকতা জয় করে অবশেষে প্রথমবারের মতো চট্টগ্রাম থেকে সরাসরি কক্সবাজার ছেড়ে গেছে একটি ট্রেন। সোমবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে আটটি বগি ও একটি ইঞ্জিন নিয়ে ট্রেনটি বটতলী রেল স্টেশন থেকে রেলওয়ে পরিদর্শক টিম নিয়ে চট্টগ্রাম স্টেশন ছেড়ে গেছে।

নতুন নির্মিত কক্সবাজার রেললাইনে কোনও ত্রুটি আছে কিনা তা যাচাই করতেই এ ট্রেনটি নিয়ে পরিদর্শন করা হচ্ছে বলে জানিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার (জিএম) নাজমুল ইসলাম।

রেলওয়ে পূর্বাঞ্চলের মহা ব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল ইসলাম জানান, ১৮ হাজার কোটি টাকার বিশাল এই কর্মযজ্ঞের কাজ শুরু হয় ২০১৮ সালে। ঢাকা থেকে সাত ঘণ্টা আর চট্টগ্রাম থেকে আড়াই ঘণ্টা সময় লাগবে কক্সবাজার যেতে। ঢাকা থেকে রাত ৯টা ১০ মিনিটে যাত্রা শুরু করে সকাল সাড়ে ৬টায় কক্সবাজারে পৌঁছাবে। কক্সবাজার থেকে দুপুর ১টায় যাত্রা করে রাত ৯টা ১০ মিনিটে ঢাকায় ফিরবে।

আগামী ১১ নভেম্বর প্রধানমন্ত্রী কক্সবাজারে আসবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১১ নভেম্বর উদ্বোধনের পর পহেলা ডিসেম্বর থেকে বাণিজ্যিক যাত্রা শুরু করবে এই রুট।

চ্যানেল ২৪ জানায় -


Join with us

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!