বর্তমান সংবিধানে কিছু সংস্কার আনার প্রস্তাব বাংলাদেশ জাসদ দিয়েছে বলে জানিয়েছেন দলটির সভাপতি শরীফ নুরুল আম্বিয়া।
শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। শরীফ নুরুল আম্বিয়া বলেন, পুলিশ সংস্কার একটি বড় কাজ। রাষ্ট্রের জন্য পুলিশকে সঠিকভাবে গড়ে তোলা এবং কালো আইন বাতিল করা জরুরি। পুরো বিচার ব্যবস্থারও সংস্কার করতে হবে।
চুরি ও দুর্নীতি মোকাবিলা করতে হবে উল্লেখ করে সাংবাদিকদের প্রশ্নোউত্তরে তিনি বলেন, দণ্ডিত দুর্নীতিবাজদের যেন কখনো নির্বাচনে আসার সুযোগ না থাকে। কালো টাকা যেন বাংলাদেশে রাজনীতিতে পুনরায় প্রবেশ করতে না পারে, সেই বিষয়ে কঠোর নজরদারি করা জরুরি।
দলটির সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, মুক্তিযুদ্ধের পর আমরা দেশকে নতুনভাবে সাজাতে ব্যর্থ হয়েছি। নব্বইয়ের গণঅভ্যুত্থানের পরও আমরা দেশ গঠনে সফল হইনি। তবে এবার আমরা ব্যর্থ হতে চাই না, এ কথা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি।
তিনি আরও জানান, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত মুক্ত বাতাস যেন জনগণ উপভোগ করতে পারে, সেই ব্যবস্থা নেওয়ার জন্যও আমরা আহ্বান জানিয়েছি।