Info Nation বাংলাদেশ আন্তর্জাতিক খেলা ব্যবসা বাণিজ্য স্বাস্থ্য প্রযুক্তি নির্বাচন আরও

বাংলাদেশকে চাপ প্রয়োগের আহবান যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের

     ডিসে 19, 2023

আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন (এএএফএ) এর প্রতি বাংলাদেশের পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিকে সমর্থন জানানোর জন্য আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেস এর সদস্যরা।

Similar topics for you...
This topic continues below.

দুপুরের পর ফিরছেন সাজেকে আটকা ৭০০ পর্যটক!
মাথাচাড়া দিচ্ছে ডেঙ্গু! রোগ নির্ণয়ে দেরি, বাড়ছে জটিলতা!!
রাজধানী ঢাকায় ১০ ভারতীয় গ্রেফতার

সূত্রমতে জানা গেছে যে, গত ১৫ই ডিসেম্বর এএএফএ এর কাছে এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয় যেখানে স্বাক্ষর করেছেন আট কংগ্রেস সদস্য। উক্ত চিঠিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যরা বাংলাদেশের পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য বাংলাদেশের সরকার ও পোশাক প্রস্তুতকারকদের ওপর চাপ সৃষ্টির কথা বলেন বলে জানা গেছে।

এছাড়া চিঠিতে আরো বলা হয় যে বাংলাদেশের জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে ওয়েজ বোর্ড থেকে সর্বশেষ যে মজুরি বৃদ্ধির ঘোষণা দেয়া হয়েছে তা সামঞ্জস্যপূর্ণ নয় যার ফলে বাংলাদেশে ব্যাপক বিক্ষোভ দেখা গেছে। 

চিঠিতে উল্লেখ করা হয় যে বাংলাদেশের পুলিশ, প্রতিবাদকারী এবং ট্রেড ইউনিয়ন নেতাদের বিরুদ্ধে সহিংসতামূলক প্রতিক্রিয়া জানিয়েছে যার ফলে কমপক্ষে চারজন নিহত এবং অসংখ্য মানুষ আহত হয়েছে। এছাড়া অন্যায়ভাবে গ্রেপ্তার, আটক এবং অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের ঘটনাও ঘটেছে বলে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যরা জানান চিঠিতে।

বাইডেন প্রশাসন এসকল ঘটনার প্রেক্ষিতে প্রতিশোধ, সহিংসতা বা ভয়ভীতি ছাড়াই সংগঠিত ও শান্তিপূর্ণভাবে শ্রমিকদের প্রতিবাদ এবং দর কষাকষির অধিকারকে সম্মান ও রক্ষার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বলে জানানো হয় আর এর সাথে একমত পোষণ করেন মার্কিন কংগ্রেস সদস্যরা।

এছাড়া চিঠিতে কংগ্রেস সদস্যরা সংগঠনের স্বাধীনতার অধিকার সহ শ্রম ও মানবাধিকার রক্ষার জন্য সদস্য কোম্পানিগুলির ব্যবসায়িক কার্যকলাপ এবং সাপ্লাই চেইনে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করার জন্য আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন জানান।

সোর্স : দৈনিক ইনকিলাব (dailyinqilab) থেকে সংগৃহিত 

Share on

Subscribe Now

Keep updated with the latest news!