Info Nation বাংলাদেশ আন্তর্জাতিক খেলা ব্যবসা বাণিজ্য স্বাস্থ্য প্রযুক্তি নির্বাচন আরও

বাংলাদেশকে ৪০০ মিলিয়ন ডলার দেবে এডিবি

     ডিসে 8, 2023

বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ৪০০ মিলিয়ন ডলার বা ৪০ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দেবে এডিবি। আজ শুক্রবার (৮ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক।

Similar topics for you...
This topic continues below.

বছরের শেষনাগাদ এডিবি বাজেট সহায়তা দিবে ৪০০ মিলিয়ন ডলার, অর্থ উপদেষ্টা
আরব আমিরাতে দণ্ডপ্রাপ্ত সেই ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করেছেন প্রেসিডেন্ট
প্রয়োজনীয় সংবিধান সংস্কারের প্রস্তাব বাংলাদেশ জাসদের

জানা গেছে যে ইতোমধ্যেই সংস্থাটি এই ঋণ অনুমোদন করেছে।

সংস্থাটি জানায় যে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের জন্য বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি যার বার্ষিক গড় ক্ষতি প্রায় ৩ বিলিয়ন ডলার।

বাংলাদেশকে জলবায়ু মোকাবিলায় শক্তিশালী করতে এবং কম কার্বন অর্থনীতিতে রূপান্তর করতে এই অর্থ সহায়তা করবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক যার লক্ষ্য জলবায়ু-টেকসই অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সাধন করা। এডিবি এই কর্মসূচির প্রথম উপ-প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য এই ঋণ দেয়া হবে। 

সংস্থাটি জানায় যে গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস করতে এবং মূলধারায় লিঙ্গ সমতা সহ সামাজিক অন্তর্ভুক্তিতে সহায়তা করবে তাদের এই ঋণের অর্থ।

এছাড়া দেশে সরকারকে কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবহন ও অবকাঠামো, নগর উন্নয়নসহ জলবায়ু-সমালোচনামূলক খাতে সংস্কার বাস্তবায়নে সহায়তা করবে এডিবির এই প্রকল্প।

এডিবির প্রিন্সিপাল পাবলিক ম্যানেজমেন্ট ইকোনমিস্ট আমিনুর রহমান বলেন যে বাংলাদেশের জলবায়ু ধাক্কা, প্রবৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনকে মারাত্মকভাবে ব্যাহত করছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ আর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও বাংলাদেশের এই প্রচেষ্টায় সহায়তা করতে প্রস্তুত বলে জানান তিনি।

Share on

Subscribe Now

Keep updated with the latest news!