Get the best experience by installing our app!

এক চিঠির বরাতে পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের তৈরি পোশাক উৎপাদনকারীদের থেকে কেনা পোশাকের দাম বাড়িয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে এইচঅ্যান্ডএম। বিশ্বে চীনের পর বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রফতানিকারক দেশ।

এইচঅ্যান্ডএম বাংলাদেশে তৈরি পোশাকের জন্য সরবরাহকারীদের যে মূল্য দিতো তা বাড়িয়ে বাংলাদেশে পোশাক শ্রমিকদের নতুন মজুরির সঙ্গে সমন্বয় করার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছে ব্লুমবার্গ নিউজ।

উল্লেখ্য যে শ্রমিকদের আন্দোলনের মুখে ৭ নভেম্বর শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৫৬ শতাংশ বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করে শ্রম মন্ত্রণালয়। এবিষয়ে এইচঅ্যান্ডএম বাংলাদেশে তাদের পোশাক সরবরাহকারীদের জানিয়েছে যে  তারা বাংলাদেশের পণ্যের মূল্য শ্রমিকদের নতুন মজুরির সঙ্গে সমন্বয় করবে।

চিঠিতে কোম্পানিটি জানিয়েছে,

‘আমরা আমাদের সরবরাহ ব্যবস্থায় ন্যায্য এবং প্রতিযোগিতামূলক মজুরির উন্নয়নকে সমর্থন করি। সেই সঙ্গে কাজের পরিবেশ উন্নয়নেও আমরা কাজ করছি।’ 

এই চিঠি পাওয়ার বিষয়ে ডেনিম এক্সপার্ট লিমিডেটের এমডি মোস্তাফিজ উদ্দিন ব্লুমবার্গকে জানান যে শ্রমিকদের নতুন মজুরি নিয়ে তারা খুবই উদ্বিগ্ন ছিল। কিন্তু এইচঅ্যান্ডএমের এই চিঠি পাওয়া তাদের জন্য একটি বড় স্বস্তি। তিনি আরো জানান যে এটি তার প্রতিষ্ঠানকে পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে সহায়তা করবে।’
 
এইচঅ্যান্ডএমের একজন মুখপাত্র ব্লুমবার্গকে নিশ্চিত করেছে যে তারা তাদের পোশাক সরবরাহকারীদের ক্রয় পদ্ধতি পরিবর্তন সংক্রান্ত একটি চিঠি দিয়েছে।
 
বাংলাদেশের এই পোশাক খাতে প্রায় ৪০ লাখ মানুষ কর্মরত রয়েছেন।

Join with us

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!