বছরের শেষনাগাদ এডিবি বাজেট সহায়তা দিবে ৪০০ মিলিয়ন ডলার, অর্থ উপদেষ্টা

     সেপ্ট 9, 2024 / GMT+6

বাংলাদেশকে চলতি বছরের শেষ নাগাদ এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৪০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দিবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

রোববার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের নিজ দপ্তরে এডিবি ও জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (জাইকা) এর প্রতিনিধি দল এবং ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, জেকে যাদের সাথে যে তিন জন এসেছিলে, তারা আমাদের উন্নয়ন সহযোগী। তাদের সঙ্গে আমাদের আলাপ হয়েছে, এতদিন তাদের যে চলমান সহায়তাগুলো ছিল সেটা আরো জোরদার হবে।  

তিনি বেলন, এডিবি, জাইকা প্রতিনিধি এবং অস্ট্রেলিয়ার হাইকমিশনার ফান্ড দেওয়ার বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। এডিবি ডিসেম্বরের মধ্যে ৪০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দেবে। আইএমএফ ৪.৭ বিলিয়ন ডলার দেবে। এছাড়া, আমরা আরও ৩ বিলিয়ন ডলার চেয়েছি।

আলোচনার এক পর্যায়ে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, "জাইকা আমাদের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। তাদের অর্থায়নে অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প চলছে। আমরা ভৌত অবকাঠামোর ঋণ অব্যাহত রাখার অনুরোধ করেছি, এবং তারা তা চালিয়ে যাবে। এছাড়া, দুর্যোগ ব্যবস্থাপনা ও টেকনিক্যাল বিষয়ে আরও দুটি বিষয় নিয়ে আলোচনা করেছি।"

তিনি আরো বলেন, "অস্ট্রেলিয়াও আমাদের একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার এবং তাদের সহায়তা সরাসরি প্রভাব ফেলে। 

ইউরোপ, কানাডা ও ইউকে ছাড়া অস্ট্রেলিয়া একটি বড় দেশ এবং তারা তহবিল হিসেবে সহায়তা করে। তারা আঞ্চলিক বাণিজ্য নিয়েও আগ্রহ প্রকাশ করেছে। 

আমরা জানিয়েছি যে, বাংলাদেশের আঞ্চলিক বাণিজ্য কিছু সীমিত দেশের সঙ্গে হয়। যদি অস্ট্রেলিয়া এখানে যুক্ত হয়, তাহলে আমরা আসিয়ানের অংশ হতে পারি।"

সাংবাদিকরা বৈদেশিক ঋণের প্রবাহ কমে গেছে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, "বৈদেশিক ঋণের প্রবাহ ঠিক ছিল, একেবারে কম আসেনি। তবে এই ঋণগুলোর ব্যবহার নিয়ে অনেক প্রশ্ন রয়েছে।"

 

Join with us

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!