Get the best experience by installing our app!

0:00

বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর আরব বসন্তের মতো কাণ্ড ঘটানোর অপচেষ্টা চালাতে পারে যুক্তরাষ্ট্র বলে আশঙ্কা প্রকাশ করেছে রাশিয়া। আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ আশঙ্কা প্রকাশ করে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের একটি প্রতিবেদনে জানায় যে আগামী কয়েক সপ্তাহে ওয়াশিংটন বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা সহ কয়েকটি পদ্ধতিতে চাপ প্রয়োগ করতে পারে।

উল্লেখ্য যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে আমেরিকার হস্তক্ষেপের বরাবরই সমালোচনা করে আসছে রাশিয়া। যার উপলব্ধি দেখা যায় গত ২৩ নভেম্বর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অভিযোগ করে বলেন যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতে পিটার হাস (মার্কিন রাষ্ট্রদূত) অক্টোবর মাসে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে নির্বাচন ও নানা বিষয়ে বৈঠক করেছেন। ওয়াশিংটন এর তৎপরতা নিয়ে এবার আরো ভয়াবহ মন্তব্য করলো মস্কো।


রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে জানান যে সামনের ৭ ই জানুয়ারির নির্বাচনের পর বাংলাদেশে আরব বসন্তের মতো পরিস্থিতি হওয়ার ঝুঁকি রয়েছে।

এছাড়া মস্কো আশঙ্কা প্রকাশ করেছে যে আগামী কয়েক সপ্তাহে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞাসহ আরও কয়েকটি চাপ প্রয়োগের অস্ত্র ব্যবহার করতে পারে ওয়াশিংটন আর এক্ষেত্রে বাইডেন প্রশাসনের টার্গেট এ পরিণত হতে পারে বাংলাদেশের প্রধান শিল্প প্রতিষ্ঠানগুলো।

সেইসঙ্গে রাশিয়া শঙ্কা প্রকাশ করেছে যে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার ছুতোয় অনেক কর্মকর্তাকে অভিযুক্ত করতে পারে ওয়াশিংটন আর কোনো প্রমাণ ছাড়াই যুক্তরাষ্ট্র এসব অভিযোগ আনবে বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।

Join with us

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!