বাংলাদেশে নির্বাচনের ফলাফল নিয়ে ভাবছে না যুক্তরাষ্ট্র
ডিসে 5, 2023 / GMT+6
বাংলাদেশের আসন্ন ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে ভাবছে না যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশে শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়।
এসময় তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে একসঙ্গে কাজ করতে সরকার, বিরোধী দল ও সুশীল সমাজসহ সব অংশীদারকে তারা আহ্বান জানাতে থাকবে বলে জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র।
নিয়মিত সংবাদ সম্মেলনে স্থানীয় সময় সোমবার (৪ ডিসেম্বর) এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এসব কথা বলেন।
মিলার বলেন যে তিনি নির্বাচনের ফলাফল নিয়ে অনুমান করতে যাচ্ছি না। তিনি সেটিই বলবেন যা তারা আগেও বেশ কয়েকবার বলেছে।
উল্লেখ্য যে এবারের আসন্ন ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯টি দল ও স্বতন্ত্র মিলে মোট ২ হাজার ৭১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। ২৭১২ জনের মধ্যে ১৯৮৫ জনের প্রার্থিতা বৈধ ও ৭৩১ জনের প্রার্থিতা অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এর প্রেক্ষিতে আজ থেকে যাদের মনোনয়ন বৈধ হয়নি তারা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের করতে পারবেন।