বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারে আগ্রহী ইইউ ও এফবিসিসিআই।

     অক্টো 17, 2023 / GMT+6

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারে নিজেদের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছে দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

সোমবার (১৬ অক্টোবর) রাজধানী ঢাকার গুলশানে এফবিসিসিআই কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে নিজেদের আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি এবং এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম।

করোনা মহামারিতে ভ্যাকসিনসহ বাংলাদেশে যাবতীয় সহযোগিতার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম।


ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশকে প্রদত্ত জিএসপি সুবিধা তিন বছর বাড়িয়ে ২০২৯ সাল পর্যন্ত বর্ধিত করায় ইইউয়ের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

মাহবুবুল আলম বলেন, এ বছর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন করছে, যা দুই অঞ্চলের মধ্যে বন্ধুত্বের স্থায়ী অঙ্গীকারের একটি উত্কৃষ্ট উদাহরণ।

বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি গন্তব্য ইউরোপীয় ইউনিয়নের তাৎপর্য তুলে ধরে মাহবুবুল আলম আরো বলেন, ‘২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের আমাদের মোট রপ্তানির ৪৫ শতাংশ যায় ইউরোপে।

তৈরি পোশাক ও হিমায়িত খাদ্য এর মধ্যে অন্যতম।


এছাড়া প্রস্তাবিত কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজমে (সিবিএএম) বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোকে জিএসপি প্লাস মর্যাদা নিশ্চিতের জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জনান এফবিসিসিআই সভাপতি। 

সেই সঙ্গে রোহিঙ্গা শরণার্থীদের প্রতি ইইউ’র মানবিক সহায়তার প্রশংসা করে মিয়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা কামনা করেন মাহবুবুল আলম।

Join with us

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!