বিএনপির ১৫ কেন্দ্রীয় নেতা, ৩০টি দল নির্বাচনে অংশগ্রহণ বড় সাফল্য, ইশতেহার প্রায় চূড়ান্ত: ওবায়দুল কাদের
ডিসে 1, 2023
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন যে কেন্দ্রীয় নেতাসহ বিএনপির ৩০ জন সাবেক সংসদ সদস্য ভোটে অংশ নিচ্ছেন। তিনি বলেন যে অংশগ্রহণমূলক আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জনগণের উৎসবমূখরতাই মূখ্য এতে কোনো দলের ভোটে আসা, না আসা গুরুত্বপূর্ণ নয়।
Similar topics for you...This topic continues below.
অনানুষ্ঠানিকভাবে নির্বাচিত হলেন যেসব প্রার্থী, ৫৫ আসনে আওয়ামী লীগ নির্বাচিত
যেখানে অনিয়ম সেখানেই অ্যাকশন, অনিয়ম হলে বাতিল হতে পারে প্রার্থিতা: ইসি রাশেদা
নির্বাচন পেছানোর এখতিয়ার কমিশনের নেই, বিদেশিদের নির্বাচন নিয়ে কথা বলার অধিকার আছে: সিইসি
সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ শুক্রবার (১ ডিসেম্বর) ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন যে, নির্বাচনকে ঘিরে বহুদিন পর উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে সারা দেশে। ওবায়দুল কাদের এসময় জানান যে জনগণের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশই হচ্ছে নির্বাচন, কোন দল এলো আর কোন দল না এলো সেটা গুরুত্বপূর্ণ নয়।
তিনি আরো জানান যে ৩০ দলের নির্বাচনে অংশ নেয়া বড় সাফল্য। ইউরোপ-আফ্রিকা-ল্যাটিন আমেরিকায় অনেক দেশেই নির্বাচনে বিরোধী দল অংশ নেয় না মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন যেহেতু বিএনপিরও ১৫ কেন্দ্রীয় নেতা সহ ৩০ সাবেক সংসদ সদস্য আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন, কিছু দল না এলেই নির্বাচন অংশগ্রহণমূলক হবে না বা অবৈধ হবে, এমন তো কথা নেই।
তিনি এসময় আরো জানান যে কারো কথায় কিংবা কারো বাধায়, গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত নির্বাচনী ট্রেন আর থামবে না।
তিনি জানিয়েছেন যে সুন্দর অংশগ্রহণমূলক নির্বাচন হবে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিরাজমান। সেজন্য আপসহীন লড়াই চালিয়ে যাচ্ছি এছাড়া সময়মতোই ইশতেহার দেয়া হবে যা প্রায় চূড়ান্ত। সুবিধাজনক সময়ে সেটা ঘোষণা করা হবে বলে জানান ওবায়দুল কাদের।