বিএনপি নির্বাচনে আসলে তা জাতির জন্য সৌভাগ্য হবে: সিইসি
নভে 26, 2023 / GMT+6
আজ রোববার ২৬ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বিএনপি ভোটে আসলে তা জাতির জন্য সৌভাগ্য হবে। এসময় তিনি সময় ফুরিয়ে যায়নি উল্লেখ করে বিএনপিকে নির্বাচনে অংশ নেয়ার ও আহ্বান জানান।
কাজী হাবিবুল আউয়াল জানান, বিএনপি নির্বাচনে এলে ভোটের তারিখ পেছানোর কোনো সিদ্ধান্ত হয়নি তবে রিশিডিউল হতে পারে।
তিনি মনে করেন বিএনপি এলে নির্বাচন অর্থবহ হবে। জাতির জন্য সৌভাগ্য হবে। তিনি আরো যোগ করেন, আমরা চাই নির্বাচন অংশগ্রহণমূলক হোক।
গণভবনে প্রধানমন্ত্রীর নির্বাচনী কার্যক্রম নিয়ে তিনি জানান যে, প্রধানমন্ত্রীর গণভবনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে যে বৈঠক করা হয়েছে তা আচরণ বিধির লঙ্ঘন নয়।
এসময় সিইসি কাজী হাবিবুল আউয়াল আরো জানান যে, ১৮ ডিসেম্বর এর আগে কে কোথায় কী করছেন, সেটা আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে না।
কাজী হাবিবুল আউয়াল নির্বাচনী আচরণবিধি নিয়ে বলেছেন যে, ১৮ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে তবে এর আগে প্রচারণায় কোনো বাধা নেই। এখন যদি কেউ প্রচারণা চালায়, সেটা আচরণবিধির মধ্যে পড়ে না বলে যোগ করেন তিনি।
তিনি উল্লেখ করেন, চূড়ান্তভাবে প্রার্থী মনোনীত হওয়ার পর যদি কেউ আচরণবিধি ভঙ্গ করে তাহলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
