ইসি মো. আলমগীর জানিয়েছেন যে, বিএনপি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করলেন নির্বাচন কমিশন (ইসি) ভোটগ্রহণের তারিখ পেছাতে রাজি আছে। আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) মাদারীপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে ইসি মো. আলমগীর এ কথা বলেন।
এছাড়া তিনি আরো বলেন যে যদি বিএনপি নির্বাচনে না আসে সেক্ষেত্রে বাইরের কোনো চাপ নেই। তিনি বলেন, নির্বাচনে কোনো দল অংশগ্রহণ করবে, সেটি তাদের সিদ্ধান্ত।
এসময় তিনি জানান যে এই সিদ্ধান্ত তারা অন্যদের প্রতি চাপিয়ে দিতে পারে না। এসময় তিনি মন্তব্য করেন বাস্তবতার ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতার আলোকে বলা যায়, একটি নির্বাচনে সব ধরনের রাজনৈতিক দল অংশ নেয় না।
ইসি মো. আলমগীর জানান যে নির্বাচনে অংশ নিতে বিএনপির প্রতি আহ্বান জানানো হচ্ছে। এছাড়া শুধু বিএনপিকে একাই নয় আরো ৪৪টি রাজনৈতিক দলকে জাতীয় নির্বাচনে অংশ নিতে নির্বাচন কমিশন আহ্বান জানিয়েছে বলে জানান তিনি।
তিনি জানান যে ইতোমধ্যেই নির্বাচন সুষ্ঠু করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে কমিশন। ভোটার তালিকা ও ভোটকেন্দ্র প্রস্তুত তথা নির্বাচনী সরঞ্জাম ঠিক করা হয়েছে বলে জানানো হয়। এমনকি রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণও হয়ে গেছে বলে যোগ করেন তিনি।