রোববার (২৮ জুলাই) বিকেল ৩টা থেকে মোবাইল ফোরজি ইন্টারনেট সেবা চালু হচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সকালে বিটিআরসিতে মোবাইল অপারেটরদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

টানা ১০ দিন বন্ধ থাকার পর অবশেষে সচল হচ্ছে মোবাইল ইন্টারনেট সেবা। রোববার বিকেল ৩টায় সারাদেশে ফোর-জি ইন্টারনেট সেবা চালুর মাধ্যমে মোবাইল ইন্টারনেট ফিরে আসছে।

কোটা সংস্কার আন্দোলনের কারণে গত ১৮ জুলাই সারাদেশে সহিংসতা ছড়িয়ে পড়ে। ওইদিন রাত ৯টা থেকে সারাদেশে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। 

গত ২৩ জুলাই রাত থেকে আবার পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। কিন্তু দীর্ঘ কষ্ট শেষে অবশেষে পূর্ণ পরিসরে চালু হচ্ছে ইন্টারনেট সেবা।  

আজ ১১টার দিকে বিভিন্ন মোবাইল অপারেটর, অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিফোন অপারেটর বাংলাদেশ এবং মোবাইল ফ্রিনান্সিয়াল সার্ভিসের সঙ্গে বৈঠক শেষে  সাংবাদিকদের এ কথা জানান  ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক।  

তিনি জানান, "সাম্প্রতিক সময়ের মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে সংযোগ আবার চালুর পর মোবাইল ইন্টারনেট গ্রাহকরা তিন দিনের জন্য ৫ জিবি বোনাস পাবেন। এমনকি সব অপারেটরের গ্রাহকরাই এই সুবিধা পাবেন।" 


 

Join with us

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!