নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম জানিয়েছেন যে আগামী ৭ই জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে যেসব অথিতি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা আসবেন তাদের জন্য গাইড লাইন ও পরবর্তী করণীয় সম্পর্কে অবহিত করতে বিমানবন্দর ও হোটেলগুলোতে হেল্প ডেস্ক স্থাপন করা হবে।
আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ তথ্য জানিয়েছেন সচিব জাহাংগীর আলম।
তিনি বলেন যে যেসকল বিদেশি পর্যবেক্ষক আসবেন তাদের জন্য আমরা বিমানবন্দরেই একটি হেল্প ডেস্ক স্থাপন করব। যাতে করে বিদেশি অতিথি, পর্যবেক্ষকরা বিমান থেকে নেমেই খুব সহজেই সব সার্বিক তথ্য পেয়ে যেতে পারেন। এছাড়া তারা যেন ইমিগ্রেশন ক্রস করে নির্ধারিত হোটেলে পৌঁছাতে পারেন সেসকল বিষয় বিমানবন্দরের হেল্প ডেস্ক থেকে দেখা হবে।
তিনি আরো জানান যে, তারা যেসব হোটেলে উঠবেন সেসব হোটেলেও হেল্প ডেস্ক থাকবে। সেখান থেকেও তাদের নির্বাচনের কেন্দ্রসহ যাবতীয় তথ্য দিয়ে সহযোগিতা করা হবে বলে যোগ করেন জাহাংগীর আলম।
স্বরাষ্ট্র, পররাষ্ট্র, বিমান, তথ্য মন্ত্রণালয়, বিমানবন্দর কর্তৃপক্ষ সবাইকে নিয়ে আমরা একটি প্রস্তুতিমূলক সভা করেছি বলে জানিয়েছেন তিনি এবং তিনি বলেন, এটি একটি গতানুগতিক সভা, কারণ প্রতিটি জাতীয় নির্বাচনের আগেই বিদেশি পর্যবেক্ষক অতিথিদের আমন্ত্রণ জানানো হয়। তাদের আবাসন নিরাপত্তা সার্বিক বিষয়গুলো দেখতে হয় বলে তিনি জানান।
এসব পর্যবেক্ষকদের নিরাপত্তার বিষয় উল্লেখ করে ইসি সচিব জানান যে তাদের নিরাপত্তার জন্য পুলিশ বাহিনী কীভাবে নিয়োজিত থাকবে সার্বিক বিষয়গুলো আমরা সিদ্ধান্ত নিয়েছি। আগতদের মধ্যে কেউ যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তাহলে তার চিকিৎসা ব্যবস্থা কীভাবে হবে সেগুলো নিয়ে আমরা একটি রূপরেখা তৈরি করেছি বলে জানিয়েছেন ইসি সচিব জাহাংগীর আলম।