পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী নারীর তালিকায় পঞ্চম স্থানে মার্কিন পপতারকা টেইলর সুইফট। তিনি যেন একের পর এক ঝুলিতে ভরছেন তাক লাগানো সব বিশ্ব রেকর্ড।

বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকা গতকাল মঙ্গলবার (৫ ডিসেম্বর) প্রকাশ করেছে ফোর্বস। ফোর্বস এর বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় জায়গা করে নিয়েছেন বিশ্বের জনপ্রিয় তারকা, ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্বরা।

তালিকার পঞ্চম স্থানে এসে চমকে দিয়েছেন জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী টেইলর সুইফট এছাড়াও এই তালিকায় ররয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী বিয়নসে এবং রিহানা। 

মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী টেইলর সুইফট এর সম্পদের পরিমাণ ১.১ বিলিয়ন ডলার। এছাড়া তার গানের বিভিন্ন রয়্যালটি ও ট্যুর থেকে আয় হয় ৫০০ মিলিয়ন ডলার। এতেই নয়,   পপতারকা টেইলর সুইফট এর মিউজিক ক্যাটালগ থেকে ৫০০ মিলিয়ন ডলার ছাড়াও রিয়েল এস্টেট থেকে প্রায় ১২৫ মিলিয়ন ডলার আয় রয়েছে।

ফোর্বস থেকে বলা হয়েছে যে টেইলর সুইফট গত অক্টোবরে বিলিয়নিয়ার হয়েছেন। তার এই  সম্পদ বৃদ্ধিতে বেশি ভূমিকা রেখেছে তার বহুল আলোচিত ‘দ্য এরাস ট্যুর’ (ধারাবাহিক কনসার্ট)।

তিনিই একমাত্র সংগীতশিল্পী যিনি কিনা শুধু গান ও পারফরম্যান্স দিয়ে ফোর্বস এর বিশ্বের প্রভাবশালী নারীর তালিকায় এই জায়গা করে নিয়েছেন।

Join with us

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!