Get the best experience by installing our app!

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, আগামীকাল বুধবার (১৪ আগস্ট) থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদান শুরু হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে বন্ধ হওয়া দেশের সব প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।  আজ মঙ্গলবার (১৩ আগস্ট) মন্ত্রণালয় একটি নির্দেশনা প্রকাশ করেছে। সিনিয়র সহকারী সচিব সত্যজিত রায় দাশ স্বাক্ষরিত চিঠিতে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শ্রেণি কার্যক্রম পূর্ণোদ্যমে শুরু হবে। ৩ আগস্ট জারি করা অফিস আদেশের কার্যকারিতা এখন থেকে বাতিল করা হলো।

এতে আরও বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোতে শ্রেণি কার্যক্রম পূর্ণোদ্যমে চালু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হলো।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করে বলেন, এতদিন শ্রেণিকক্ষ খোলা থাকলেও পাঠদান বন্ধ ছিল। আগামীকাল থেকে পাঠদান পুরোদমে শুরু হবে।

 

Join with us

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!