পূর্ব ভূমধ্যসাগরে প্রশিক্ষণ চলাকালীন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মার্কিন বাহিনীর বিশেষ অভিযানে অংশ নেওয়া পাঁচজন নিহত সেনা হয়েছেন। গতকাল রোববার (১২ নভেম্বর) মার্কিন কর্মকর্তারা জানান, রুটিন প্রশিক্ষণ অনুশীলনের অংশ হিসেবে রিফুয়েলিং করার সময় বিমানটি বিধ্বস্ত হয়।
ঘটনাস্থল ও আশপাশের এলাকায় উদ্ধার অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন বাহিনীর ইউরোপীয় কমান্ড। এছাড়া হেলিকপ্টারটি বিধ্বস্তের কারণ খুঁজে দেখা হচ্ছে।
তিনি আরো জানান এটা নিছকই একটি দুর্ঘটনা। এতে নাশকতার কোনো কারণ নেই।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বিবৃতিতে একে ‘প্রশিক্ষণকালীন দুর্ঘটনা’ হিসেবে তিনি চিহ্নিত করেছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
তিনি বলেন,
‘সেনা সদস্যরা আমাদের দেশের জন্য প্রতিদিন তাদের জীবনকে বাজি রাখছেন। আমরা নিহত যোদ্ধাদের পরিবারের জন্য প্রার্থনা করছি।’