Get the best experience by installing our app!

0:00

মজুরি বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে পোশাক শ্রমিকদের বিরুদ্ধে। মজুরি বৃদ্ধির দাবিতে সড়কে নেমেছেন কয়েকটি কারখানার শ্রমিকরা। এ সময় গার্মেন্টস শ্রমিকরা সড়ক অবরোধ ও ভাঙচুর করেছেন।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১০টার পর থেকেই পোশাক শ্রমিকরা রাস্তায় নেমে আসেন।

দুপুর ১২টার দিকে মিরপুর ১০ থেকে ১১ নম্বর পর্যন্ত সড়কে কয়েক হাজার শ্রমিক অবস্থান করছিলেন। এপোলো ফ্যাশন, এপোলো বিডি, কনকর্ড, ডেকো এপারেলস, টিউলিপ, আজমত ফ্যাশনসহ নামের কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা আন্দোলন করছেন।

পুলিশ জানিয়েছে, এ পর্যন্ত ১৫টি বাস ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া দুটি মার্কেট, একটি ব্যাংকের শাখা ও দুটি পোশাক কারখানায় ভাঙচুর চালানো হয়েছে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। পোশাক শ্রমিকদের অবস্থানের কারণে মিরপুর-১১ মেট্রোরেল স্টেশন বন্ধ করে দেয়া হয়েছে। 

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার জসীম মোল্লা বলেন, মিরপুরে গার্মেন্টস শ্রমিকরা বেতন ভাতার দাবিতে সড়ক অবরোধ করেছিলেন। স্থানীয়দের সঙ্গে তাদের হাতাহাতি হয়েছে।

তিনি বলেন, অবরোধকারীদের সঙ্গে গার্মেন্টস কর্মীদের কোনো সংঘর্ষ হয়নি। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ কাজ করছে।


যমুনা টিভি জানায় -


Join with us

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!