আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় ঢাকার সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কার্যালয় ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ফেরদৌস। এসময় তিনি জানান যে ঢাকা-১০ আসনের মানুষ ভালোবেসে তাকে ভোট দেবেন বলে বিশ্বাস করেন তিনি।
মনোনয়ন ফরম সংগ্রহ করার সময় তার সঙ্গে ছিলেন তার সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা। আজ সকালে বিভাগীয় কমিশনারের পক্ষে থানা নির্বাচন অফিসার রমনা মীরদাহ মোসাম্মদ শাহনাজ পারভীন ফেরদৌসের হাতে মনোনয়নপত্র তুলে দেন বলে জানা যায়।
মনোনয়ন ফরম সংগ্রহ করার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন যে, আমি বাংলাদেশের একজন সু-নাগরিক। এছাড়া তিনি বলেন, আমি একজন দায়িত্বশীল মানুষ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। এছাড়া আমার পারিবারিক একটা ঐতিহ্য আছে।
ফেরদৌস বলেন যে তার মধ্যে মানবিকতা আছে, তিনি মানুষের পাশে থাকেন। মানুষের পাশে থেকে তাদের কল্যাণ করার জন্য এতো দিন চেষ্টা করেছেন। এসময় তিনি জানান যে, আমার বিশ্বাস মানুষ আমাকে ভালোবেসে ভোট দেবে। আর আমি চাইব যে মানুষের জন্য কিছু করতে।