মনোনয়ন চূড়ান্তের আগেই সুখবর পেলেন ক্রিকেটার সাকিব ও চিত্রনায়ক ফেরদৌস
নভে 26, 2023 / GMT+6
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে রাজনীতিতে নতুন ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান, তিনি মাগুরা-১ আসন থেকে লড়বেন। এছাড়া একাধিক সূত্রে জানা গেছে যে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদকে মনোনয়ন দেয়া হয়েছে।
এছাড়া আজ রোববার (২৬ নভেম্বর) সকালে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময়ে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার নির্দেশনা দিয়েছেন।
এছাড়া তিনি বলেন, কোনো অবস্থাতেই বিদ্রোহী প্রার্থী হওয়া যাবে না, যাকেই নৌকার মনোনয়ন দেয়া হবে তার জন্যই সবাইকে কাজ করতে হবে বলে জানান প্রধানমন্ত্রী।
উল্লেখ যে গত ১৮ নভেম্বর থেকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু হয় যা ২১ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত চলে। মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে দলটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান যে গত কয়েকদিনে তারা ৩ হাজার ৩৬২টি মনোনয়নপত্র বিক্রি করেছে। যেখানে আওয়ামী লীগের আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা।